পাহাড়ের ৫ নারী ফুটবলারকে বীরোচিত সংবর্ধনা
<![CDATA[
নেপালকে হারিয়ে সাফ শিরোপা চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড় আনুচিং মগিনী, আনাই মগিনী, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও রুপনা চাকমা এবং সহকারী কোর্স তৃষ্ণা চাকমাকে বীরোচিত সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সেই সঙ্গে প্রত্যেককে ২ লাখ ১ হাজার টাকা করে চেক ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু খাগড়াছড়ির তিন ফুটবলারের বাড়িতে যাওয়ার ব্রিজ ও সড়ক নির্মাণে চার কোটি টাকা এবং খাগড়াছড়ির নারী ফুটবলারদের জন্য ২ কোটি টাকায় আবাসিক হোস্টেল নির্মাণের ঘোষণা দেন।
সোমবার (১৭ অক্টোবর) সকালে সোনালী ব্যাংক সংলগ্ন চেয়ারম্যান বাংলো থেকে সুসজ্জিত একটি ছাদখোলা গাড়িতে করে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় পরিষদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয় পাহাড়ি জনপদের বীর ফুটবলকন্যাদের। বিপুলসংখ্যক জনতা তাদের হাত নেড়ে অভিবাদন জানায়। এ সময় ব্যান্ড দলের বাদ্যের তালে তালে জাতীয় পতাকা হাতে ফুটবল তারকারা হাত নেড়ে পথচারীদের ভালোবাসার জবাব দেন।
আরও পড়ুন:এক ম্যাচেই ১১ গোল সাবিনার, সুমাইয়ার গোল ৬টি
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. সাইফুল ইসলাম সুমন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. হাফিস, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক, ভারত প্রত্যাগত উপজাতীয় টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসির আরাফাত, মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, বিশিষ্ট শিক্ষাবিদ ড. সুধীন কুমার চাকমা প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ‘পাহাড়ের নারীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে যে গৌরব অর্জন করেছে,আমরা সবাই গর্বিত ও উচ্ছ্বসিত। এরা পাহাড়ের তথা পুরো বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। তোমরাই করেছ বাংলাদেশকে গর্বিত। তোমাদের যেকোনো প্রয়োজনে আমরা সবসময় পাশে আছি ও থাকব।’
]]>




