পায়রা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক নিহত
<![CDATA[
পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বিদ্যুৎকেন্দ্রে সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে উজ্জল হাসান (২৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে বিদ্যুৎকেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত উজ্জল হাসান জামালপুর জেলার ফুলবাড়িয়া ইউনিয়নের জাবেদ হাসানের ছেলে। প্রত্যক্ষ দর্শীরা জানান, সকালে বিদ্যুৎ সঞ্চালন লাইনে অন্য কর্মীদের সাথে কাজ করছিলেন উজ্জল হাসান।
এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি উপর থেকে নিচে পড়ে যান। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: হিলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
জরুরী বিভাগে কর্মরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা পলাশ হালদার জানান, নিহতের ডান হাতের আঙ্গুলে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। বিদুৎকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
]]>