পিএসএলে দল পাননি কোনো বাংলাদেশি
<![CDATA[
বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি অনাগ্রহ দেখিয়ে শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরের ড্রাফট। সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন ও তাসকিন আহমেদসহ বাংলাদেশের ২৮ ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত ড্রাফটে দল পেলেন না কেউই।
বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান ছিলেন প্লাটিনাম ক্যাটাগরিতে। প্লাটিনামের দুই রাউন্ড শেষেও দল পাননি বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
বিদেশি ক্রিকেটার হিসেবে প্লাটিনাম থেকে দল পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড মিলার, ম্যাথু ওয়েড, অ্যালেক্স হেলস, ভানুকা রাজাপাকশে, রভম্যান পাওয়েল, ইমরান তাহির, রহমানুল্লাহ গুরবাজ এবং জশ লিটল।
ড্রাফটের ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ এবং তামিম ইকবাল। ছয়টি স্লট থাকলেও বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দলে টানেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। এই ক্যাটাগরিতে দল পেয়েছেন ফজল হক ফারুকী, মুজিব উর রহমান, ওডিন স্মিথ, জেমস ভিন্স এবং জেমস ফুলার।
আরও পড়ুন: বিশ্বকাপের ফাইনাল ম্যাচের রেফারি চূড়ান্ত
এছড়া, গোল্ড ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের সাত ক্রিকেটার। যেখানে লিটনের সঙ্গে ছিলেন এবাদত হোসেন, ইমরুল কায়েস, খালেদ আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুনিম শাহরিয়ার, জিয়াউর রহমান। তবে তাদের কেউই দল পাননি। এই ক্যাটাগরি থেকে বিদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন সিকান্দার রাজা, আকেল হোসেন, লিয়াম ডওসন এবং অ্যান্ড্রু টাই। আর সিলভার ক্যাটাগরিতেও দল পাননি কোনো বাংলাদেশি।
পিএসএলের ৮ম আসর শুরু হবে আগামী বছরের ৯ ফেব্রুয়ারি, শেষ হবে ১৯ মার্চ। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও মুলতানে হবে ম্যাচগুলো।
]]>




