পিএসজি জয়ের রাতে হারল য়্যুভেন্তাস
<![CDATA[
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে য়্যুভেন্তাসকে ২-১ গোলে হারানোর পর বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে গ্রুপের আরেক দল মাকাবি হাইফাকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। প্রথমে পিছিয়ে পড়লেও, প্রথম হাফে মেসি এবং দ্বিতীয় হাফে এমবাপ্পে ও নেইমারের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা। এদিকে ঘরের মাঠে বেনফিকার কাছে ২-১ গোলে হেরেছে য়্যুভেন্তাস।
ইসরাইলের ক্লাব মাকাবি হাইফার বিপক্ষে কোন ঝুঁকি নেয়নি কোচ গালতিয়ের। সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছিল তারা। তবে ম্যাচের ২৪ মিনিটে মাকাবির মিডফিল্ডার তজারন চেরির গোলে পিছিয়ে পরে মেসি-নেইমাররা।
তবে সমতা ফেরাতে বেশি দেরি করেনি ফরাসি ক্লাবটি। ৩৭ মিনিটে মেসি-এমবাপ্পের বোঝাপড়ায় গোল করে দলকে সমতায় ফেরান মেসি। এই ১-১ গোলে সমতায় বিরতিতে যায় দুই দল।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ /জাগ্রেবকে সহজেই হারাল মিলান
বিরতি থেকে ফিরে আক্রমণের হার আরও বাড়িয়ে দেয় পিএসজি। যার ফলও পেয়ে যায় ম্যাচের ৬৯ মিনিটে। গোল স্কোরার এমবাপ্পে, গোল সহায়ক মেসি। ম্যাচের ৮৮ মিনিটে নেইমারের গোলে ব্যবধান আরও বাড়ায় পিএসজি। শেষ পর্যন্ত ৩-১ এ জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাসি জায়ান্টরা।
এদিকে গ্রুপের আরেক ম্যাচে বেনফিকার কাছে ২-১ গোলে হেরে গেছে য়্যুভেন্তাস। মিলিকের গোলে প্রথমে এগিয়ে গেলেও, জাও মারিও এবং ডেভিড নেরেসের গোলের হারকে সঙ্গী করে মাঠ ছাড়ে য়্যুভেন্তাস। প্রথম গেম উইকে পিএসজির কাছেও একই ব্যবধানে হেরেছিল আলেগ্রির দল। আর বেনফিকা প্রথম ম্যাচে মাকাবি হাইফাকে ২-০ গোলে হারিয়েছিলও।
]]>




