পিরোজপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার
<![CDATA[
পিরোজপুরের নাজিরপুরে অজ্ঞাতপরিচয় নারীর (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপরে উপজেলার কালিগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নাজিরপুর থানার এসআই মো. মাঈনুল হোসেন জানান, শুক্রবার দুপুরে স্থানীয়রা উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামের সেকেন্দার শেখের বাড়ি সংলগ্ন নদীতে ওই নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় তার পরনে হালকা রঙের একটি ছায়া ছাড়া গায়ে কোনো কাপড় ছিল না। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে পানিতে পড়ে বা কোনোভাবে ওই নারী মারা যান। পরে ভেসে এখানে এসেছেন।
আরও পড়ুন: জুরাইনে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
এলাকার সাবেক সদস্য (মেম্বার) তাজুল ইসলাম খান জানান, শুক্রবার দুপুরে এলাকাবাসী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। এরপর এলাকাবাসী পুলিশকে খবর দিলে তারা এসে মরেদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
]]>




