পিরোজপুরে ইউপি সদস্য হত্যা মামলায় গ্রেফতার ২
<![CDATA[
পূর্বশত্রুতার জেরে পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রকাশ্যে ইউপি সদস্য মামুন হাওলাদারকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন: কাউখালী উপজেলার জোলাগাতী গ্রামের মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে মো. মামুন ওরফে টাক মামুন (৪৫) এবং জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মো. মহিদুল জোমাদ্দারের ছেলে মো. সজল জোমাদ্দার (২৮)। সোমবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, নিহত মামুনের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে সোমবার রাতে ১১ জনের নাম উল্লেখসহ আরও চারজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (৩১অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের আজহারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দুইশ গজ দূরে সড়ক রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মামুন হাওলাদারকে হত্যা করা হয়। আসামিরা হত্যা নিশ্চিত করে তার মরদেহ রাস্তায় ফেলে রাখে। এ সময় মরদেহের বাঁ-পা বিচ্ছিন্ন করে কালভার্টের নিচের ডোবায় ফেলে দেয়।
নিহত মামুন হাওলাদার কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং জোলাগাতি গ্রামের মিনহাজ উদ্দিন হাওলাদার এর ছেলে।
]]>




