খেলা

পিরোজপুরে বিএনপির ১৫০ নেতাকর্মীর নামে মামলা

<![CDATA[

পিরোজপুরে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ ১৫০ জনের নামে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু নাইম বাদী হয়ে সদর থানায় এ মামলা করেছেন।

মামলায় শনিবার (২৪ ডিসেম্বর) অটককৃত জেলা ছাত্রদলের সভাপতি মো. হাসান আল মামুনসহ বিএনপি ও ছাত্রদলের ১১ নেতাকর্মীকে আটক দেখিয়ে রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।

শনিবার রাতে দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলনকে স্বাগত জানিয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা কালেক্টরেট স্কুলের মূল গেটে পৌঁছালে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হয়। এ সময় তাদের (ছাত্রলীগ) হত্যার উদ্দেশ্যে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের নির্দেশে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ আসামিরা তাদের ওপর বোমা হামলা করে।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আসার পথে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আমাদের নেতাকর্মীদের অনেককে আহত করে। পরে আবারও তারা বিএনপি অফিসে আগ্নেয়াস্ত্র, বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় ছাত্রলীগের ছোড়া গুলিতে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধসহ ৩০ জন নেতাকর্মী আহত হয়। আহতরা জেলা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও তাদের ওপর হামলাসহ তাদের চিকিৎসা নিতে দেয়া হয়নি।

আরও পড়ুন: ঝালকাঠিতে ছাত্রলীগের বাসে বোমা হামলায় মামলা

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইফতেখার মাহমুদ সজল তাদের বিরুদ্ধে গুলি ও বোমা হামলার অভিযোগ অস্বীকার করে জানান, বোমা ও অগ্নিসংযোগের মাধ্যমে ক্ষতি করা বিএনপি জামায়াতের কাজ। আমরা (ছাত্রলীগ) সেখানে কোনো ধরনের হামলা করিনি। বরং তারা আমাদের ওপর বোমা হামলা করেছে। এতে ছাত্রলীগের ৮ নেতাকর্মী আহত হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, বিএনপির বিরুদ্ধে বোমা হামলার অভিযোগে ৬৯ জনকে নামীয় এবং ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!