পিরোজপুর জেলা আ.লীগের সভাপতি আউয়াল, সম্পাদক হাকিম
<![CDATA[
পিরোজপুরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়ালকে সভাপতি ও অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি।
এদিন বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
আরও পড়ুন: সাত বছর পর পিরোজপুর জেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা।
]]>