বাংলাদেশ
পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী তরুণের মৃত্যু
<![CDATA[
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাছ শিকারে গিয়ে পুকুরে ডুবে নুরুল ইসলাম (১৯) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শান্তিরাম গ্রামের বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নুরুল ইসলাম ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বাকপ্রতিবন্ধী ও মৃগীরোগী ছিলেন।
স্থানীয়রা জানান, নুরুল ইসলাম বিকেলে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশে পুকুরে মাছ শিকারে যান। এসময় তিনি পুকুরের পানিতে ডুবে যান। একপর্যায়ে তার মা পুকুরের পানিতে নুরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
]]>




