পুকুরে মিলল ব্যবসায়ীর মরদেহ, পুলিশের ধারণা সিত্রাংয়ের কবলে মৃত্যু
<![CDATA[
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুর থেকে যদু গোপাল পাল (৭০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দউক ইস্কন মন্দিরের কাছে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যদু গোপাল হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকুরি গ্রামের মৃত জগৎ পালের ছেলে। ফান্দাউক বাজারে তার হার্ডওয়্যার ব্যবসা রয়েছে। ওই বাজারের পাশেই পরিবারসহ বসবাস করতেন তিনি।
পুলিশ ও স্বজনরা জানান, সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় লাখাই উপজেলার মুড়াকুরি ইউনিয়নের কালিমাতা মন্দিরে প্রার্থনা শেষে ফান্দাউক বাসায় ফেরার পথে নিখোঁজ হন যদু গোপাল। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে বিষয়টি নাসিরনগর থানা পুলিশকে জানান পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: টেকনাফে জাহাজ থেকে পড়ে মিয়ানমারের নাগরিকের মৃত্যু
এদিকে ইস্কন মন্দিরের কাছে একটি পুকুরে ভাসমান অবস্থায় নিখোঁজ যদু গোপালের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে তিনি ছিটকে পুকুরের পানিতে পড়ে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
]]>




