পুকুর খুঁড়তে গিয়ে মিলল অদ্ভুত বস্তু, কাটতে গিয়ে জানলেন মর্টার শেল
<![CDATA[
নেত্রকোনার দুর্গাপুরে পুকুর খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে দিনমজুর আজিজুল অদ্ভুত একটি লোহার বস্তু পান। এরপর সেটি বাড়িতে নিয়ে করাত দিয়ে কাটার চেষ্টাও চালান। পরে তিনি জানতে পারেন লোহার বস্তুটি একটি মর্টার শেল। শনিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার নলুয়াপাড়া এলাকা থেকে ওই মর্টার শেলটি পাওয়া যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে স্থানীয় নাজিমুদ্দিনের বাড়িতে পুকুর খননের কাজ করছিলেন দিনমজুর আজিজুল। তার জন্য দুপুরের খাবার নিয়ে আসা আট বছর বয়সী ছেলে পুকুরের এক কোণে বড় লোহার বস্তুটি দেখতে পায়। পরে সেটি আজিজুল বাড়িতে নিয়ে করাত দিয়ে কাটার চেষ্টাও চালান। এ সময় স্থানীয় একজন বাধা দেন এবং বস্তুটি বোমা বলে আজিজুলকে তিনি জানান।
এ ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার আব্দুল কুদ্দুস জানান, বিকালে স্থানীয় দিনমজুর আজিজুল ইসলাম একটি বড় লোহার বস্তু নিয়ে আমার বাড়িতে আসেন। আমি বস্তুটি চিনতে না পেরে দুর্গাপুর থানায় অবহিত করি। পরে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লম্বা ও গোল আকৃতির একটি বস্তু উদ্ধার করে। প্রাথমিকভাবে জানতে পেরেছি এটি একটি মর্টার শেল।
আরও পড়ুন: এবার সীমান্তে মিয়ানমারের ৪ মর্টার শেল নিক্ষেপ, নিহত ১
এদিকে দুর্গাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদা শারমিন নেলি জানান, পুলিশ সদস্যরা একটি মর্টার শেল উদ্ধার করেছে। উদ্ধারের পরপরই থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের হয়।
আমরা এ ব্যাপারে কোর্টে একটি আবেদন পাঠাবো। কোর্ট অনুমতি দিলে আমরা পুলিশ হেডকোয়ার্টারে লিখিতভাবে জানিয়ে বোমা ডিসপোজাল ইউনিটের মাধ্যমে এটি নিষ্ক্রিয়সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য, দুই বছর আগে দুর্গাপুর পৌরসভার শিবগঞ্জ এলাকায় একটি ভাঙারির দোকানে মর্টার শেল বিস্ফোরিত হয়ে একজন নিহতসহ গুরুতর আহত হন দুজন।
পরবর্তীতে বোমা ডিসপোজাল ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করে বস্তুটি মর্টার শেল বলে নিশ্চিত করে। সেই সঙ্গে বস্তুটি মুক্তিযুদ্ধের সময়ের বলেও জানিয়েছিলেন তারা।
]]>




