পুরস্কৃত হলেন পন্তকে উদ্ধার করা সেই দুই ব্যক্তি
<![CDATA[
উত্তরাখণ্ডের রাস্তায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশভ পন্ত। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায় তার। আগুন ধরার আগেই তাকে গাড়ি থেকে উদ্ধার করেন সুশীল কুমার ও পরমজিৎ নামে দুই ব্যক্তি। সেটার ফলস্বরূপ পুরস্কৃতও হয়েছেন তারা।
পেশায় ড্রাইভার সুশীল কুমার এবং কন্ডাক্টর পরমজিৎকে পানিপথ ডিপো থেকে সম্মানিত করা হয়েছে। পাশাপাশি উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে যে এই দুই ব্যক্তিকে সম্মানিত করা হবে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে মানবিকতার কথা মাথায় রেখে এই দুই ব্যক্তি যথেষ্ট সাহসিকতার কাজ করেছেন। তাদের অবশ্যই সম্মানিত করা দরকার। যদিও পুরস্কার হিসেবে তাদের কী দেয়া হয়েছে বা হবে, তা এখনও জানা যায়নি। খবর ভারতীয় সংবাদমাধ্যমের।
আরও পড়ুন: বহু আগেই পন্তকে ধীরে গাড়ি চালাতে বলেছিলেন ধাওয়ান
প্রতিবেদন বরাতে জানা গেছে, পানিপথ ডিপোর জেনারেল ম্যানেজার কুলদীপ ঝাঙ্গড়া সুশীল-পরজিৎকে সম্মানিত করেছেন। তিনি বলেন, ‘সুশীল এবং পরমজিৎ একজন আহত মানুষকে বাঁচিয়ে খুবই ভালো কাজ করেছে। কারণ পরে তারা জানতে পেরেছিলেন যে আহত ব্যক্তির নাম পন্ত। তাই আমরা এই দুজনকে নিয়ে অত্যন্ত গর্বিত। উত্তরাখণ্ড সরকারও ঘোষণা করে দিয়েছে যে, তাদের সম্মানিত করা হবে।’
দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে পরমজিৎ বলেন, ‘আমাদের দেখা মাত্রই ও বলে আমি রিশভ পন্ত। আমি সেই সময় বলেছিলাম ‘কোন ঋষভ পন্থ!’ ও তখন বলে আমি ভারতীয় দলের ক্রিকেটার। এরপর তাকে আমরা গাড়ির বাইরে বের করে আনি। এর ৫-৭ মিনিট পরেই গাড়িতে আগুন ধরে যায়।’
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা: রিশভ পন্তের সর্বশেষ অবস্থা জানাল বিসিসিআই
শুধু পুরস্কার কেন, সুশীল-পরমজিৎ প্রশংসা পাচ্ছেন সব মহল থেকে। সুশীলের ছবি দিয়ে ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ টুইটারে লিখেছেন, ‘হরিয়ানা রোডওয়েজের চালক সুশীল কুমারের প্রতি আমার কৃতজ্ঞতা, সে রিশভ পন্তকে জ্বলন্ত গাড়ি থেকে বের করে নিয়ে যায় এবং একটি চাদরে মুড়ে অ্যাম্বুলেন্স ডাকে। সুশীলবাবু আপনার নিঃস্বার্থ সেবার জন্য আমরা আপনার কাছে ঋণী।’
]]>




