‘পুলিশ ককটেল নাটক শুরু করেছে’
<![CDATA[
পুলিশ ককটেল নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকত। তিনি আরও বলেন, এরই মধ্যে ৯টি সাজানো মামলা হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
সোমবার (২৮ নভেম্বর) বেলা ১১টার সময় নগরীর মালোপাড়ায় বিএনপি কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপির যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ ছাড়া রাজশাহীতে আগামী ৩ ডিসেম্বর বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে এ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ক্ষমতায় যেতে পারবে না বিএনপি: শামীম ওসমান
এদিকে বিকেলে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সমর্থিত শ্রমিক নেতারা সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ বিএনপি নেতারা।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সরকার জোর করে পরিবহন ধর্মঘট করাচ্ছে। এর পরই শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন।
]]>




