পুলিশ পাহারায় আ. লীগের কমিটি ঘোষণা
<![CDATA[
শেরপুরের শ্রীবরদী আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি ঘোষণা না করেই বিক্ষোভের মুখে পুলিশ পাহারায় শেরপুরে ফিরে এসে কমিটি ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগ। বুধবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে প্রেস রিলিজের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীদের তোপের মুখে শেরপুরের উদ্দেশ্যে চলে যান স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
এদিন সকাল ১১টায় প্রায় সাড়ে সাত বছর পর শ্রীবরর্দী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং। প্রথম অধিবেশন শেষ হয় বিকাল ৪টায়। এরপর স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা দুপুরের খাবার খেয়ে দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু করেন সন্ধ্যায়। শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কমিটির নির্বাচন ও ঘোষণার জন্য স্থানীয় নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।
আরও পড়ুন: আ. লীগ নেতা পেলেন যুবলীগের পদ, প্রতিবাদে দুই সহসভাপতির পদত্যাগ
বিতর্কিত সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটনকে নতুন কমিটিতে না রাখার দাবীতে কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভকারীদের দাবী লিটনের বাবা মুক্তিযুদ্ধকালীন শান্তি কমিটির সদস্য ছিলেন। তাই তাকে এই কমিটিতে রাখা যাবে না। এক পর্যায়ে নেতারা কার্যালয় থেকে বের হতে গেলে স্থানীয় নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হট্টগোল শুরু করে। পরে দ্রুত বিপুল সংখ্যক পুলিশ কড়া নিরাপত্তায় তাদের নিজ নিজ গাড়ীতে তুলে দেন।
পরে রাত ১০টার দিকে শেরপুরে এসে কেন্দ্রীয় নেতারা স্থানীয়দের সাথে নিয়ে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করে প্রেস রিলিজ দেন। সভাপতি আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল স্বাক্ষরিত প্রেস রিলিজে বিতর্কিত মোতাহারুল ইসলাম লিটনকে সভাপতি ও সালাহ উদ্দিন সালেমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। নব নির্বাচিত কমিটিকে শেরপুর জেলা কমিটির সাথে আলোচনা ও সমন্বয় করে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেন।
]]>