পুলিশ হেফাজতে তরুণীর মৃত্যু, উত্তাল ইরানে নিহত ৮
<![CDATA[
পুলিশ হেফাজতে তরুণী মৃত্যুর প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। যাদের মধ্যে এক পুলিশ রয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। এদিকে তরুণী নিহতের ঘটনায় নিজেদের কোনো দায় নেই বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী।
বুধবারও (২১ সেপ্টেম্বর) উত্তাল ছিল ইরানের বিভিন্ন শহর। এদিন দেশটির পশ্চিমাঞ্চলীয় নাকাদিহ ও বনিহ শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়।
বুধবার দুই শহরের রাস্তা থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। বিক্ষোভকারী পুলিশ সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
আরও পড়ুন: মেয়েদের স্কুল না খোলায় তালেবানকে জাতিসংঘের নিন্দা
এদিকে মাশা আমিনির মৃত্যুতে নিজেদের কোনো দায় নেই বলে দাবি করেছে ইরানের পুলিশ। এক বিবৃতিতে তারা জানায়, আগে থেকেই অসুস্থ ছিলেন আমিনি। যদিও তার বাবার দাবি, মেয়ের মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।
গত সপ্তাহে ইরানে হিজাব ইস্যুতে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তেহরানে মারা যান ২২ বছরের তরুণী মাশা আমিনি। তার মৃত্যুর খবরে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
]]>