পূজামণ্ডপে মোবাইল ফোন ছিনতাইকারী আটক
<![CDATA[
রাজধানীর শাহবাগের রমনা কালীমন্দিরে আসা এক নারীর মোবাইল ফোন ছিনতাই করে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-৩।
ওই ছিনতাইকারীর নাম মো. শামীম। তার বাবার নাম মৃত ইউনুছ আলী আকন, বাড়ি শরীয়তপুরের জাজিরায়।
মঙ্গলবার (০৪ অক্টোবর) র্যাবের স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার ফারজানা হক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজশিক্ষার্থী আহত
তিনি বলেন, ছিনতাই করে পালানোর সময় এ সময় রমনা কালীমন্দির পূজামণ্ডপের দায়িত্বে থাকা র্যাব-৩ এর গোয়েন্দা সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছিনতাইকারী শামীমের কাছ থেকে একটি মোবাইল ফোন, ১টি চাকু, নগদ পাকিস্তানি ৫০০ রুপি এবং ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকারী পূজা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন পূজামণ্ডপে ঘোরাফেরা করে আসছিল ছিনতাইয়ের উদ্দেশ্যে। সে স্বীকার করেছে ছিনতাইয়ের কথা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
]]>