পূর্ব জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে গুলিবর্ষণ, নিহত ৭
<![CDATA[
পূর্ব জেরুজালেমে ইহুদিদের একটি উপাসনালয়ে বন্দুকধারীর হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায় শুক্রবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে শহরের নেভ ইয়াকভ পাড়ায় এই ঘটনা ঘটে। ইসরাইলি পুলিশ হামলাকারীকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে। তারা জানিয়েছে হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে।
তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। এদিকে বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে ৯ ফিলিস্তিনি নিহত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, আমরা ইসরাইলি জনগণের সাথে সংহতি জ্ঞাপন করছি। । এছাড়া যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি সামরিক অভিযানের সময় নয়জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর থেকে এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে।
]]>