খেলা

পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ও অর্থনীতিবিদ হলেন মা: পলক

<![CDATA[

সমাজে নারীর অবদান তুলে ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ‍ পলক বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ও অর্থনীতিবিদ হলেন মা। আমি নিজেও মাতৃতান্ত্রিক পরিবারে বড় হয়েছি। আমার মা যেমন পরিবারের সিদ্ধান্ত গ্রহণ করতেন, বর্তমানে আমার স্ত্রী পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন-২০২২ এর একটি আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের (বিআইবিসি) যৌথ উদ্যোগে শুরু হয় দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন ২০২২। ২৩ ও ২৪ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন।

সম্মেলনের প্রথম দিনে ‘আইসিটি- স্মার্ট বাংলাদেশ দি নেক্সট ফ্রন্টিয়ার’ শীর্ষক প্যানেল সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরও পড়ুন: রেস্তোরাঁ খাতকে শিল্প ঘোষণা

এ সময় সারা বিশ্বে নারীর ক্ষমতায়ন এবং সমাজে নারীর ভূমিকা তুলে ধরেন প্রতিমন্ত্রী। বর্তমান সমাজে নারীর অবদান সম্পর্কে আলোকপাত করেন তিনি। পলক বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ও অর্থনীতিবিদ হলেন মা। তিনি তার ছেলেবেলার কথা উল্লেখ করে বলেন, আমি নিজেও মাতৃতান্ত্রিক পরিবারে বড় হয়েছি। আমার মা যেমন পরিবারের সিদ্ধান্ত গ্রহণ করতেন, বর্তমানে আমার স্ত্রী পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তিনি আরও বলেন, পরিবারে নারীর ভূমিকা অপরিসীম। আমাদের উচিত অফিস আদালত কর্মক্ষেত্র সব স্থানে নারীদের অগ্রাধিকার দেয়া এবং তাদের সম্মান করা।

তথ্য ও প্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ এবং সফলতা সম্পর্কে আলোচনা করেন তিনি। পলক বলেন, নারীর ক্ষমতায়ন অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক পরিবর্তনের অন্যতম চাবিকাঠি।

নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঝুঁকি নেয়ার সাহস। যে ব্যক্তি মেধাবী, সাশ্রয়ী, প্রগতিশীল তিনিই একজন স্মার্ট ব্যক্তি।

প্রতিমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ৩৪৫টি উদ্যোক্তাকে ১০ লাখ টাকা করে অনুদান দেয়া হয়েছে। এ ছাড়া কো-ওয়ার্কিং স্পেস, মেন্টরিং, প্রশিক্ষণ, লিগ্যাল সাপোর্টসহ নানা প্রকার সুবিধা স্টার্টআপদের জন্য দেয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ‘নিত্য এক্সপ্রেস’ নামে একজন প্রান্তিক নারী উদ্যোক্তার উদ্যোগ সম্পর্কে জানতে পেরে তার মেধা, ধৈর্য, সততা এবং শ্রম উপলব্ধি করে আইডিয়া প্রকল্প থেকে অনুদান প্রদানের আশ্বাস দেন।

সবশেষে প্রতিমন্ত্রী বাংলাদেশে এ রকম একটি চমৎকার সম্মেলন আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

সেশনটিতে আলোচনায় অংশ নেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা মতিন, চালডাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ওয়াসিম আলীম, ডুন অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালাইসিস প্রাইভেট লিমিটেডের সিইও জারা মাহবুব, বাককো জেনারেল সেক্রেটারি তৌহিদ হোসেন এবং কওনবে সেন্ট্রাল হংকং এর সিওও এনিনা হো।

সামিটে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি, সুপরিচিত উদ্যোক্তা ও করপোরেট লিডাররা অংশগ্রহণ করছেন। ইন্টারন্যাশনাল উইমেন এন্টারপ্রেনারস সামিট ২০২২ ব্যবসায়ী নারী এবং উদ্যোক্তাদের জন্য বিশ্বের অন্যান্যদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ বাড়াতে, তাদের থেকে শিক্ষাগ্রহণসহ সহযোগিতার সুযোগ তৈরি করতে একটি চমৎকার আয়োজন।

বাংলাদেশের স্থানীয় উদ্যোক্তা এবং নারী নেতৃত্বকে বৈশ্বিক ব্যবসায়ী কমিউনিটির কাছে তুলে ধরতে সাহায্য করার জন্য এটি একটি অসাধারণ প্ল্যাটফর্ম। এ সম্মেলনের দেশের নারীপ্রধান ব্যবসা খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে বলে মনে করছে আয়োজক কর্তৃপক্ষ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!