পেদ্রির চাওয়া, মেসির হাতে উঠুক বিশ্বকাপ শিরোপা
<![CDATA[
ফেবারিট হিসেবে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করছে স্পেন। এই দলের অন্যতম সেরা মিডফিল্ডার পেদ্রি মনে করেন, তাদের ঘরেই যাবে বিশ্বকাপ ট্রফি। এটা সম্ভব না হলে মেসির আর্জেন্টিনার হাতেই যেন শিরোপা উঠে, চান স্প্যানিশ তারকা।
২০১৪ সালে ফেবারিট হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছিল মেসির আর্জেন্টিনা। সেবার ফাইনালেও খেলে তার দল। কিন্তু জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের, অপেক্ষা বাড়ে আরও চার বছর। কিন্তু রাশিয়া বিশ্বকাপ থেকেও খালি হাতে ফিরতে হয় তার দলকে। সেই আর্জেন্টিনা এবারও ফেবারিটের তকমা নিয়ে নামছে।
আরও পড়ুন: বিশ্বকাপে নিজেদের ফেবারিট মনে করেন না মেসি
আর্জেন্টিনার মতো ফেবারিটের তকমা গায়ে স্পেনেরও। বার্সেলোনায় মেসিকে দীর্ঘদিন সতীর্থ হিসেবে পাওয়া পেদ্রি মনে করেন তার দল বিশ্বকাপ শিরোপা জিততে পারে। না হলে সেটা যাবে মেসির ঘরে। এ সম্পর্কে মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি মেসি একটা বিশ্বকাপ ডিজার্ভ করে। আশা করি শিরোপাটা আমরা (স্পেন) জিতব। কিন্তু স্পেন না পারলে সেটা যেন আর্জেন্টিনাই জিতে।’
আরও পড়ুন: অনুশীলনে মেসি, ফুরফুরে মেজাজে দল
এবারের বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর, ইকুয়েডর ও কাতারের ম্যাচ দিয়ে। লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠে নামবে ২২ নভেম্বর। লুসাইল স্টেডিয়ামে সৌদি আরব তাদের প্রথম প্রতিপক্ষ। এই বিশ্বকাপেও আগেরবারের আসরগুলোর মতো ১০ নম্বর জার্সি পরে খেলবেন দলের প্রাণভ্রোমরা। পাওলো দিবালা ২১, অ্যাঞ্জেল ডি মারিয়া ১১, মার্কোস অ্যাকুনা ৮ এবং নিকোলাস তাগলিয়াফিকো ৩ নম্বর জার্সি পরে খেলতে নামবেন।
]]>