পেশাদার লিগ কমিটির দায়িত্ব নিলেন কাজী সালাউদ্দিন
<![CDATA[
পেশাদার লিগ কমিটির দায়িত্ব ছেড়েছেন সালাম মুর্শেদী। তার স্থলাভিষিক্ত হয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের নির্বাহী কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।
বিদেশি ফুটবলার কোটা একটি বেড়ে পাঁচটি হয়েছে তবে, মাঠে খেলতে পারবেন চারজনই। একাডেমি দলকে খেলানোর প্রস্তাবনা ছিলো। তবে, সে প্রস্তাব অনুমোদিত হয়নি নির্বাহী কমিটির সভায়। বাংলাদেশ ফুটবল কমিটির অন্যতম স্ট্যাডিং কমিটি ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে মেট্রোপলিস। এছাড়াও গেল বছরের মত এবারো অক্টোবরে হবে বাফুফের বার্ষিক সাধারণ সভা।
ভাদ্রের দিনভর বৃষ্টিতেও উত্তাপ বাফুফে ভবনে। চারদিকে বিদায়ের করুণ সুর। গেল মাসেই ঘোষণা দিয়েছিলেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের পদে আর থাকতে চান না সালাম মুর্শেদী। বাকি ছিলো শুধুই আনুষ্ঠানিকতা। রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে দীর্ঘ ১৪ বছর ফুটবল ফেডারেশনের লিগ কমিটির চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ পদটা অবশেষে ছেড়েই দিলেন। কে হচ্ছেন নতুন চেয়ারম্যান। এ নিয়ে আলোচনা হয়েছে বিস্তর।
আরও পড়ুন: মেয়েরা পারলেও ছেলেরা কেন পারে না?
অবশেষে গুরুত্বপূর্ণ এই কমিটির দায়িত্ব নিয়ে নিলেন সভাপতি কাজী সালাউদ্দিন। নির্বাহী কমিটির সভায় মিলেছে অনুমোদন। দায়িত্বে থাকাকালীন ১৩টি প্রিমিয়ার লিগ আয়োজন করেছেন সালাম। এ সময় নানা সমালোচনা ছিলো তার নামের পাশে।
দায়িত্ব নিয়ে লিগ কমিটিকে দুই ভাগে করার পরিকল্পনা করছেন সালাউদ্দিন। একটি হবে প্লানিং কমিটি। অন্যটি বাস্তবায়ন কমিটি। নির্বাহী কমিটির সভায় এসেছে আরো কয়েকটি সিদ্ধান্ত। বিদেশি ফুটবলার কোটা একটি বেড়ে পাঁচটি হয়েছে তবে, মাঠে খেলতে পারবেন চারজনই। লিগে একটি একাডেমি দলকে খেলানোর প্রস্তাবনা ছিলো। তবে, সে প্রস্তাবে সাড়া দেয়ানি কমিটি।
এছাড়াও এদিন ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে মেট্রোপলিস ফুটবল কমিটি। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে সাইফ স্পোর্টিং ক্লাব নাম প্রত্যাহার করে নেওয়ায় এবার একটি দল কম নিয়েই হবে প্রিমিয়ার লিগ। ১১ ক্লাব খেলবে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে।
]]>