পোলিও: নিউইয়র্কে জরুরি অবস্থা জারি
<![CDATA[
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক শিশুর শরীরে পোলিও শনাক্ত হয়েছে। এতে দীর্ঘদিন পর আবার দেখা দিয়েছে রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার (৯ সেপ্টেম্বর) জরুরি অবস্থা ঘোষণা করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর ক্যাথি হোকুল। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, টিকা দেয়ার হার কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে আবার পোলিও রোগ ফিরে এসেছে।
বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের অনেক দেশ যেখানে পোলিওমুক্ত সেখানে উন্নত বিশ্বের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আবার ফিরে এসেছে পোলিও। ১৯৫৫ সালে টিকাদানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পোলিও নির্মূল শুরু হয়েছিল। আর যুক্তরাষ্ট্রকে পোলিও মুক্ত ঘোষণা করা হয়েছিল ১৯৭৯ সালের মধ্যে। কিন্তু হঠাৎ এ রোগের প্রকোপ দেখা দেওয়ায় নিউইয়র্কে আগাম সতর্কতা ও জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর ক্যাথি হোকুল।
এ নিয়ে চলতি বছর তৃতীয়বার রাজ্যটিতে জরুরি অবস্থা জারি হল। আগের দুইবার কোভিড মহামারি ও মাঙ্কিপক্সের জন্য একই বিধিবিধান আরোপ করেছিল অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ।
যদিও কয়েক দশকের মধ্যে প্রথম একজন রোগী শনাক্ত করা হয়েছে। এতেই চিন্তিত স্বাস্থ্য কর্মকর্তারা। এটিকে কোনো ভাবেই খাট করে দেখতে চান না চিকিৎসা বিজ্ঞানীরা। পোলিওর কোনো প্রতিষেধক নেই, কিন্তু টিকার মাধ্যমে একে রোধ করা যায়। এই ভাইরাস সাধারণত শিশুদের মারাত্মক স্বাস্থ্যহানির কারণ হয়।
আরও পড়ুন: জালিয়াতি, অর্থপাচার মামলায় অভিযুক্ত ট্রাম্পের সাবেক উপদেষ্টা
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, নিউইয়র্ক শহর ও আশপাশের চারটি এলাকার পয়ঃবর্জ্য পানিতে পোলিওভাইরাস পাওয়া গেছে। এই ভাইরাস মানুষকে পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে।
নিউইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, বেশিরভাগ ক্ষেত্রে পোলিও শিশুদের বেশি প্রভাবিত করে। ভাইরাসটি সাধারণত মানুষের পেশি দুর্বল করে এবং পক্ষাঘাত সৃষ্টি করে, যা কোনো কোনো ক্ষেত্রে স্থায়ীভাবে শারীরিক অক্ষমতা এবং মৃত্যু ঘটাতে পারে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, রাজ্যের কিছু অংশে টিকা দেয়ার হার খুবই কম। শুক্রবারের জরুরি ঘোষণার লক্ষ্য হলো পোলিও টিকা দানের হার বাড়ানো। তাদের মতে, পোলিওর কোনো নিরাময় নেই, একমাত্র ভ্যাকসিনের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব।
আরও পড়ুন: নিউইয়র্কে নতুন বন্দুক আইন, রিপাবলিকানদের বিরোধিতা
নিউইয়র্ক অঙ্গরাজ্যের কর্মকর্তারা বলেছেন, এখানকার অনেক এলাকায় এই ভাইরাস মোকাবিলায় সক্ষম টিকাদানের হার খুবই কম। শুক্রবার যে জরুরি অবস্থা জারি করা হয়েছে, তার লক্ষ্য হচ্ছে টিকা দেয়ার হার বাড়ানো।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাদের লক্ষ্য হচ্ছে বর্তমানে রাজ্যজুড়ে পোলিওর টিকাদান হারকে ৭৯ শতাংশ থেকে বাড়িয়ে ৯০ শতাংশের ওপরে নিয়ে যাওয়া।
]]>