পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়া থেকে হতে পারে: বাইডেন
<![CDATA[
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়া থেকে হয়ে থাকতে পারে। বুধবার (১৬ নভেম্বর) বিবিসির খবরে এ কথা বলা হয়েছে।
বাইডেন বলেন, ‘প্রাথমিক তথ্যে’ জানা গেছে যে, রাশিয়া থেকে পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে চাই না। তবে, মনে হচ্ছে যে এটি রাশিয়া থেকে ছোড়া হয়েছে। আমাকে বিষয়টা দেখতে হবে।’
বাইডেন বলেন, তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী করণীয় কী হবে তা বিশ্ব নেতারা ঠিক করবেন।
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তবর্তী পোলিশ গ্রাম প্রজেওডোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে।
পোলিশ মিডিয়া জানিয়েছে, মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে ইউক্রেনের সীমান্তবর্তী পোলিশ গ্রাম প্রজেওডোতে শস্য শুকানোর একটি এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাতের পর দুজন নিহত হয়।
আরও পড়ুন: পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, যা বলছে রাশিয়া
তবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। মঙ্গলবার (১৫ নভেম্বর) মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে।
মস্কো বলছে, কিছু পশ্চিমা সংবাদমাধ্যম এবং রাজনীতিবিদরা দাবি করছে এ ঘটনায় রাশিয়া জড়িত। তবে তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি।
রুশ প্রতিরক্ষ মন্ত্রণালয় বলেছে, ঘটনাস্থলে পড়া ক্ষেপণাস্ত্রের টুকরো, যার ছবি পোলিশ মিডিয়া প্রকাশ করেছে ‘রাশিয়ান অস্ত্রের সাথে সেগুলোর কোনো মিল নেই’।
]]>




