পোল্যান্ডে ‘রুশ ক্ষেপণাস্ত্র’, ন্যাটো এখন কী করবে?
<![CDATA[
ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে ‘রুশ ক্ষেপণাস্ত্র’ হামলার ঘটনায় বিশ্ব রাজনীতিতে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবারের (১৫ নভেম্বর) ওই হামলায় ইউক্রেনের একটি পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় কয়েকটি ক্ষেপণাস্ত্র ন্যাটো সদস্য পোল্যান্ডকে আঘাত করে বলে অভিযোগ। তবে মস্কো পশ্চিমা সংবাদমাধ্যম এবং রাজনীতিবিদদের এসব দাবি অস্বীকার করেছে।
হামলার ঘটনায় ইন্দোনেশিয়ার বালিতে জি-৭ জোট নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার (১৬ নভেম্বর) সকালে সংক্ষিপ্ত বৈঠকে বসেন তারা।
যুক্তরাষ্ট্রের আয়োজনে জরুরি বৈঠকে জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছাড়াও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল উপস্থিত ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক দুজনেই পরিস্থিতি জানতে পোল্যান্ডের প্রেসিডেন্টর সঙ্গে কথা বলেছেন। এছাড়া বাইডেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গেও কথা বলেছেন।
আরও পড়ুন: পোল্যান্ডে ‘রুশ ক্ষেপণাস্ত্র’, জরুরি বৈঠকে বিশ্বনেতারা
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর এবারই প্রথমবারের মতো ন্যাটোভুক্ত কোনো দেশে গিয়ে পড়ল ক্ষেপণাস্ত্র। ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। ন্যাটোর আর্টিকেল ৪ অনুযায়ী কোনো মিত্রের ওপর হামলা পুরো জোটের ওপর হামলা বলে বিবেচিত হবে।
ন্যাটোর সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ড. জেমি শিয়া বলেন, পোল্যান্ডের ঘটনায় ন্যাটোর প্রতিক্রিয়া কম মনে হচ্ছে। তিনি বলেন, অনুচ্ছেদ চার অনুযায়ী পোল্যান্ড অবশ্যই ন্যাটো রাষ্ট্রদূতদের নিয়ে একটি বৈঠক আহ্বান করতে পারে।
জেমি শিয়া বলেন, তবে পোল্যান্ড বৈঠক না ডাকলেও ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দ্রুত ন্যাটো রাষ্ট্রদূতদের নিয়ে একটি বৈঠক করবেন।
এদিকে, পোল্যান্ডের প্রেসিডেন্ট দোদা বলেছেন, বিস্ফোরণের পর পোল্যান্ড এখন খুব সম্ভবত ন্যাটো সামরিক জোটের আর্টিকেল ৪ এর অধীনে পরামর্শের জন্য অনুরোধ করবে।
আরও পড়ুন: পোল্যান্ডে পড়ল ‘রাশিয়ার ক্ষেপণাস্ত্র’, নিহত ২
তিনি বলেন, আমাদের রাষ্ট্রদূত বৃহস্পতিবার সকাল ১০টায় ন্যাটো সদর দফতরে উত্তর আটলান্টিক কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন … খুব সম্ভবত রাষ্ট্রদূত আর্টিকেল ৪ সক্রিয় বা জোটভুক্তভাবে পরামর্শ করার অনুরোধ করবেন।
এর আগে বিস্ফোরণের পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউসুজ মোরাউইচকি তার দেশের আকাশসীমায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আকাশপথ পর্যবেক্ষণের ওপর বিশেষ জোর দিয়ে পোলিশ সশস্ত্র বাহিনীর নির্বাচিত ইউনিটগুলোর যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
]]>




