পৌর বিএনপির আহবায়কের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
<![CDATA[
ফেনী পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফেনী পৌর বিএনপির উদ্যোগে শহরের ইসলামপুর রোডে দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক খুরশীদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ মজুমদার।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ওপর হামলা: ৯৩ আসামি কারাগারে
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক এয়াকুব নবী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ভিপি জাহিদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি বেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল ও সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ প্রমুখ।
আরও পড়ুন: পুলিশের ১৫ দিনের বিশেষ অভিযান, গ্রেফতার ২৪ হাজার
সমাবেশ বক্তারা পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুলের ওপর হামলার ঘটনার সরকার দলীয় নেতাকর্মীদের দায়ী করে নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে দোষীদের বিচারের আওতায় নেয়ার জোর দাবি তোলেন।
তারা অভিযোগ করে বলেন, সরকার দলীয় সন্ত্রাসীরা নির্বাচনকে সামনের রেখে জেলাব্যাপী তাদের সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন শুরু করেছে।
]]>




