খেলা

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

<![CDATA[

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতাকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ দূতাবাসের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মূল অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তি সংগ্রামের সকল শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এরপর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়।

আলোচনার শুরুতে ফ্রান্সে বসবাসরত তিনজন বীর মুক্তিযোদ্ধা তাঁদের যুদ্ধকালীন ত্যাগ, তিতিক্ষা ও সংগ্রামের অভিজ্ঞতা বর্ণনা করেন।

প্যারিসে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় ও বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক মুক্তিতে জাতির পিতার সংগ্রাম এবং ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আরও পড়ুন: শনির দশা ফ্রান্স শিবিরে, ভাইরাসে আক্রান্ত আরও দুই তারকা

এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তি সংগ্রামে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সকল শহীদ মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধী চক্রের হাতে মর্মান্তিকভাবে শহীদ হওয়া বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের আত্মার শান্তি কামনা করেন।

বিগত এক দশকের বেশি সময়ে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে সৃষ্ট উন্নয়নের ধারা বর্ণনা করতে গিয়ে রাষ্ট্রদূত আরও বলেন, দেশ আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন: রিয়াদে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

গত ১৩ ডিসেম্বর সরকারের জারিকৃত একটি প্রজ্ঞাপনের ফলে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সকল প্রবাসীদের পাসপোর্ট সংশোধন সংক্রান্ত জটিলতা নিরসনের পরিপ্রেক্ষিতে বিপুল সংখ্যক তরুণ প্রবাসী এ বছর দূতাবাসের আয়োজনে অংশগ্রহণ করেন। নবীন-প্রবীণ প্রবাসীদের সরব ও স্বতঃস্ফুর্ত উপস্থিতি এ বছর মহান বিজয় দিবসের উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করে।

পাসপোর্ট সমস্যা সমাধানে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসীরা। এ সময় রাষ্ট্রদূত ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দেশ ও স্বাধীনতাবিরোধী চক্রের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের জন্য সকল প্রবাসীদের কাছে আহ্বান জানান এবং বৈধপথে রেমিটেন্স প্রেরণের জন্য সকলকে উদ্বুদ্ধ করেন।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!