প্রকাশ্যে অপু-বুবলীর দ্বন্দ্ব
<![CDATA[
ঢাকাই সিনেমার ঢালিউড কুইন অপু বিশ্বাস ও এই সময়ের জনপ্রিয় নায়িকা বুবলীর মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে। চিত্রনায়ক শাকিব খান প্রথমে অপুকে বিয়ে করেন। পরে তাকে ডিভোর্স দিয়ে বুবলীকে বিয়ে করেন। তখন থেকেই ঢালিউডের এ দুই নায়িকার মধ্যে যুদ্ধ শুরু হয়।
২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই দুই নায়িকার দ্বন্দ্ব শুরু হলেও মাঝে অনেকদিন কেউ কাউকে নিয়ে কথা বলেননি। ঘটনার শুরু বুবলীর এবারের জন্মদিন ঘিরে। জন্মদিন উপলক্ষে বুবলীকে ডায়মন্ডের নাকফুল উপহার দেন শাকিব। বিষয়টি বুবলী গণমাধ্যকে জানান নায়িকা নিজেই। সেই নিউজের একটি লিংক অপু বিশ্বাস তার ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘কী যে মজা মজা!’ সঙ্গে জুড়ে দেন তাচ্ছিল্যের হাসি।
আরও পড়ুন: আর্জেন্টিনার হারে পরীর কষ্ট কমাতে যা করলেন রাজ
অপু বিশ্বাসের ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যখন ভাইরাল। নেটিজেনদের মধ্যে মাতামাতি সেসময় বুধবার (২২ নভেম্বর) নিজের ফেসবুকে একটি পোস্ট করেন বুবলী। তিনি লেখেন ‘‘একজন হঠাৎ করেই বলে উঠল, ‘আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাঁধাই করে রাখছে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায়, তার শয়নে-স্বপনে শুধুই আপনি। হা হা হা।”
আরও পড়ুন: নেইমারকে খুঁজছেন দীঘি
দুই নায়িকার এমন পোস্ট থেকে বোঝায় যাচ্ছে এতদিন অপু-বুবলীর দ্বন্দ্ব প্রকাশ্যে না এলেও তারা এবার নিজেদের দ্বন্দ্বের কথা প্রকাশ্যে আনলেন।
]]>