প্রকাশ পেয়েছে ‘মিথ্যে প্রেমের গান’র ফার্স্টলুক
<![CDATA[
মাত্র একমাস পরেই মুক্তি পেতে যাচ্ছে পরিচালক হর্ষ-কন্যা পরমা নেওটিয়ার ছবি ‘মিথ্যে প্রেমের গান’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্টলুক।
‘মিথ্যে প্রেমের গান’ নেট দুনিয়ায় সাড়া ফেলেছে ফার্স্ট লুকেই । পরমা নেওটিয়ার পরিচালনায় প্রথম ছবি। আর এই ছবিতেই তারকা সমাহার ঘটিয়েছেন তিনি। ‘মিথ্যে প্রেমের গান’ এ অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহা।
অম্বুজা নেওটিয়া গ্রুপের কর্ণধার হর্ষবর্ধন নেওটিয়া। তার একমাত্র কন্যা পরমা নেওটিয়া। টলিউড ছবি ‘মিথ্যে প্রেমের গান’র মধ্য দিয়ে পরিচালক হিসেবে ডেবিউ করছেন হর্ষ-কন্যা।
আরও পড়ুন: শিল্প জগতে আরেক নক্ষত্রের পতন
এই ছবিতে স্বতন্ত্র সঙ্গীতশিল্পী ও গীতিকারের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ। পর্দায় তার নাম অভিক। আর তার বিপরীতে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে ইশা সাহাকে। তার চরিত্রের নাম অন্বেষা। তাদের ছাড়াও এই ছবিতে একজন শাস্ত্রীয় গায়কের চরিত্রে রয়েছেন টলিউডের অর্জুন, চরিত্রের নাম আদিত্য। নিও স্টোরিজের প্রযোজনায় বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।
ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন কুন্তল দে, রণজয় ভট্টাচার্য ও সৌম্য ঋত। আগামী ১০ ফেব্রুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘মিথ্যে প্রেমের গান’৷
এই ছবিতে আবারো অনির্বাণ ভট্টাচার্য এবং ইশা সাহাকে জুটি বাঁধতে দেখা যাবে। ‘ডিটেকটিভ’-এর পরে এই ছবিতে আরও একবার জুটি বাঁধলেন তারা। ছবিটিতে এক সুরেলা প্রেমের গল্প বলবেন নায়ক-নায়িকা।
]]>



