প্রক্রিয়াজাত মাংস রফতানি করলে ২০ শতাংশ প্রণোদনা
<![CDATA[
এখন থেকে প্রক্রিয়াজাত মাংস রফতানি করলে ২০ শতাংশ প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত অর্থাৎ এখন থেকে চলতি ২০২২-২৩ অর্থবছরের বাকিটা সময় এ সুবিধা দেয়া হবে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ থেকে বেশ কয়েকটি কোম্পানি মাংস প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানি করে। এসব কোম্পানি প্রক্রিয়াজাত মাংস, কমুটেড মাংস, কিমা, নাগেট, বল, রোল, স্মোকড ও সল্টেড মিট ইত্যাদি রফতানি করে।
এ জাতীয় পণ্য প্রধানত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, মালয়েশিয়া, হংকং এবং মালদ্বীপে রফতানি হচ্ছে। বিশ্ববাজারে এ ধরনের পণ্যের চাহিদা বাড়ছে। এ কারণে রফতানিতে উৎসাহ দিতে এ ধরনের পণ্যের রফতানি উৎসাহিত করতে সরকার প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: ২০২৬ সালে রফতানি বাণিজ্য হবে ১০০ বিলিয়ন ডলারের
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী ৪৩টি পণ্য রফতানিতে ১% থেকে শুরু করে সর্বোচ্চ ২০% নগদ সহায়তা দেবে সরকার।
বিশ্ববাজারে হালাল মাংস রফতানি উৎসাহিত করতে এতদিন ধরে সরকার ২০ শতাংশ হারে নগদ সহায়তা দিয়ে আসছে। এবার মাংস থেকে উৎপাদিত প্রক্রিয়াজাত পণ্য রফতানির বিপরীতেও নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।
]]>




