‘প্রক্সি’ হাজিরা দিতে এসে আটক ২ ভুয়া আসামির কারাদণ্ড
<![CDATA[
নাটোরে একটি মামলায় ছেলে ও ভাইয়ের পক্ষে হাজিরা দিতে এসে ধরা পড়া দুই ভুয়া আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৪ নভেম্বর) রাতে তাদের এ দণ্ডাদেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। জুডিশিয়াল আদালত-৪ এর এপিপি অ্যাডভোকেট রাশিদা খাতুন এসব তথ্য জানান।
জানা গেছে, গত বছরের ১১ নভেম্বর নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করার পর এর সমর্থকরা বিদ্রোহী চশমা প্রতীকের প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বেশ কয়েকজনকে মারধর করা হয়। এ ঘটনায় চশমা সমর্থক দৌলত উদ্দিন মামলা দায়ের করেন।
আরও পড়ুন: নড়াইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
সোমবার ধার্য তারিখ দুপুরে মামলার এজাহারভুত ২৭ আসামির মধ্যে ২০ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। আসামি তাইজুলের পরিবর্তে তার বাবা জাবেদ আলী ও জাকারিয়ার পরিবর্তে তার ভাই মোজাহিদ আসামি হিসেবে আদালতে হাজির হন।
আদালতে হাজির হওয়া দুজন এই মামলায় অভিযুক্ত না হওয়ায় অ্যাডভোকেট রাশিদা বিষয়টি আদালতের নজরে আনেন। বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ ভুয়া আসামিদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। রাতে বিচারক এই ২ জনের পরিচয় নিশ্চিত হলে তাদের কারাদণ্ডের আদেশ দেন। পাশাপাশি বিচারক তাইজুল ও জাকারিয়ার জামিন আবেদন করে তাদের গ্রেফতারে নির্দেশ দেন।
]]>




