প্রজাতন্ত্র দিবসে চমকে দিলেন বিবেক অগ্নিহোত্রী
<![CDATA[
‘দ্য কাশ্মীর ফাইলস’ নির্মাতার ঝুলিতে এবার বহু নায়কের গল্প। সম্প্রতি এমনই বোমা ফাটিয়েছেন তিনি। ‘ওয়ান নেশন’ সিনেমায় বিবেককে পরিচালনার দায়িত্বে দেখা যাবে। তবে অবাক করার খবর হলো, তার সঙ্গে রয়েছেন আরও পাঁচ পরিচালক।
পরিচালকের দায়িত্বে থাকা এই পাঁচ পরিচালকই জাতীয় পুরস্কার বিজয়ী। তারা হলেন: প্রিয়দর্শন, ডক্টর চন্দ্র প্রকাশ দ্বিবেদী, জন ম্যাথিউ মাথান, মাজু বোহারা ও সঞ্জয় পুরান সিং চৌহান।
তবে তারা আসলে কী করতে চলেছেন, তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও ফাঁস করেননি তারা। শুধু পরিচালক বিবেক অগ্নিহোত্রী তার টুইটারে লিখেছেন: “ছয়টি জাতীয় পুরস্কারজয়ী পরিচালকরা ভারতের অমীমাংসিত নায়কদের অজানা গল্প নিয়ে আসছি। যারা ভারতকে এক দেশ বা ‘ওয়ান নেশন’ হিসেবে ধরে রাখতে ১০০ বছর ধরে নিজেদের উৎসর্গ করেছেন।”
আরও পড়ুন: পাঠান সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন কে, জানলে অবাক হবেন
আলোচিত এ সিনেমাটি প্রযোজনা করবেন বিষ্ণু বর্ধন ইন্দুরি ও হিতেশ ঠক্কর। নতুন এ সিনেমায় সময় দেয়ার আগে বর্তমানে পরিচালক বিবেক তার স্ত্রী পল্লবী জোশী, অনুপম খের এবং ‘কানতারা’ তারকা সপ্তমী গৌড়া অভিনীত ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর শুটিংয়ে ব্যস্ত।
সূত্র: আনন্দবাজার
]]>