‘প্রজাপতি’ ছবির প্রিমিয়ারে চাঁদের হাট
<![CDATA[
ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন দেব, রুক্মিনী মৈত্র, অভিজিৎ সেন, মমতা শংকর, কৌশানি মুখোপাধ্যায় প্রমুখ।
২৫ ডিসেম্বর বড়দিন আর তার সঙ্গে টলিউড সুপারস্টার দেবের জন্মদিন। আর জন্মদিনে দেবের রিটার্ন গিফট ‘প্রজাপতি’। দেবের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেল অভিজিৎ সেন পরিচালিত ছবি ‘প্রজাপতি’। বাবা-ছেলের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘প্রজাপতি’ সিনেমাটি।
ছবিতে একসঙ্গে দেখা যাবে দেব এবং মিঠুন চক্রবর্তীকে। বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন দুই দিকপাল অভিনেতা। বরাবরই নিজের প্রযোজনা সংস্থা থেকে নতুন গল্প দর্শকদের উপহার দিতে চান পূর্ব মেদিনীপুরের ঘাটালের সাংসদ অভিনেতা। এবারেও ব্যতিক্রম নয়। ছবির প্রচার থেকে মুক্তি–সবকিছুতেই থাকে দেব ম্যাজিক।
আরও পড়ুন: শাহরুখের নায়িকা হয়ে ধরা দিলেন নুসরাত!
এদিন প্রাণের বন্ধু দেবকে শুভেচ্ছা জানাতে পায়ের ব্যথা নিয়েই প্রিমিয়ারে এসেছিলেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র। সঙ্গে ছিলেন মা। কারণ ‘প্রজাপতি’র গল্প যে রুক্মিণীর কাছ থেকেই পেয়েছেন দেব।
ছবির প্রিমিয়ারে এদিন যদিও দেখা মিলল না মিঠুন চক্রবর্তীর। কারণ প্রিমিয়ারে কখনই তিনি আসেন না। তবে দেখা মিলল ছবির অন্য অভিনেতাদের।
এই ছবিতে রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়। ছোট হলেও চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। ছবি নিয়ে সকাল থেকেই দারুণ রিভিউ পেয়েছেন।
আরও পড়ুন: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে এরা সবাই মেসির দলে
এদিকে ‘মৃগয়া’ ছবির পর আবারও মিঠুন চক্রবর্তীর সঙ্গে একফ্রেমে ধরা দিয়েছেন অভিনেত্রী মমতা শংকর। যদিও প্রিমিয়ারের সন্ধ্যায় বড্ড নার্ভাস ছিলেন, তবুও ছবি নিয়ে আশাবাদী অভিনেত্রী।
ছবি পরিচালনায় অভিজিৎ সেন। ‘টনিক’-এর পর আবারও দেবের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন পরিচালক।
এই বড়দিনে দর্শকদের জন্য হাজির ‘প্রজাপতি’। যা বড়দিনের আমেজকে আরও একধাপ এগিয়ে দেবে বলেই আশা রাখছেন টলিউড সুপারস্টার দেব।
]]>




