বাংলাদেশ

প্রতারক চক্রের বিরুদ্ধে সজাগ থাকতে বললেন তাপস

<![CDATA[

প্রতারক চক্র নানারকম প্রলোভন দেখিয়ে ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে আপনাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিতে চাইবে, তাই এ বিষয়ে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে দোকান বরাদ্দ লটারি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, অনেক সময় প্রতারক চক্র নানারকম প্রলোভন দেখিয়ে ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে আপনাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নেয়। এ ধরনের প্রতারণা ও জালিয়াতি সম্পর্কে আপনারা সজাগ থাকবেন এবং সংশ্লিষ্ট দপ্তরসহ আমাদের অবগত করবেন। মনে রাখবেন, কোনো প্রতারক চক্র কিংবা ব্যক্তি আপনাদের অবৈধ উপায়ে দোকান বরাদ্দ দিতে পারবে না। সেজন্য আপনাদের সকলের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শেখ তাপস বলেন, আগে দোকান বরাদ্দের ব্যাপারে নানা ধরনের অনিয়ম ছিল। ফলে প্রকৃত বরাদ্দ পাওয়া ব্যবসায়ীরা বিভিন্ন সময় অনেক জটিলতার সম্মুখীন হয়েছেন। এতে করে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে দোকান বরাদ্দ দেওয়ার ব্যাপারে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছি। ফলে দোকান বরাদ্দে সব অনিয়ম রোধ করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: জঙ্গিদের কেন ধরা যাচ্ছে না, জানাল সিআইডি

ঢাকা ট্রেড সেন্টারের পঞ্চম ও ষষ্ঠ তলায় ১৭৯ জন, ঢাকেশ্বরী মন্দির রোডসাইড মার্কেটে ৪১ জন ও আজিমপুর আধুনিক নগর মার্কেটের ১৫ জন ক্ষতিগ্রস্তদের মাঝে দোকান বরাদ্দ দিতে এ লটারি অনুষ্ঠিত হয়।

কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকের সঞ্চালনায় লটারির মাধ্যমে দোকান বরাদ্দ অনুষ্ঠানে কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, বাবর আলী মীর, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন বিশ্বাস, সংরক্ষিত আসন ৭ এর কাউন্সিলর শিরিন গাফফার, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব সাফিয়া আক্তার সীমু, কর্পোরেশনের উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা শাহজাহান আলী ও রাজস্ব কর্মকর্তা মিয়া মো. জুনায়েদ আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!