প্রতিদিন সকালে অশান্তি যশ নুসরাতের সংসারে
<![CDATA[
টালিপাড়ায় জনপ্রিয় তারকা জুটি যশ নুসরাত। সংক্ষেপে এ জুটিকে বলা হয় যশরত। সম্প্রতি তাদের সুখের সংসারে লেগেছে অশান্তির আগুন। মিডিয়ায় এমনটাই জানালেন যশ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া এক প্রতিদেন থেকে জানা যায়, যশ নুসরাতের সাংসারিক কোন্দল এখন প্রকাশ্যে।
দীর্ঘ সময় জীবনের নানা টানাপোড়েন কাটিয়ে নুসরাত ২০২১ সালে সুখের সংসার শুরু করেন যশের সঙ্গে। যশ ও ছেলেকে নিয়ে সংসারে সুখেই ছিলেন তিনি।
সম্প্রতি যশ জানিয়েছেন তাদের দাম্পত্য সম্পর্কে এখন প্রায়ই ঝগড়া লাগে, যা একেবারে হাতাহাতির পর্যায়ে চলে গেছে। প্রতিদিন সকালেই এমনটাই ঘটে তাদের জীবনে।
আরও পড়ুন: অক্ষয়-টাইগারের ছবিতে খলনায়ক দক্ষিণী অভিনেতা
ঝগড়ার কারণ বিষয়ে যশ জানান, তারা দুজনেই কফিপ্রেমী। তাই কফি নিয়ে তারা দুজনেই একরোখা হয়ে পড়েন। কফির ভাগ কম নিতে নারাজ এ তারকা জুটি। আর তাই প্রতিদিন সকালেই কফির ভাগ নিয়ে রণক্ষেত্র তৈরি করেন এ তারকা দম্পতি।
কফির ভাগ নিয়ে বেসামাল জীবন পার করলেও ক্যারিয়ার জীবনে তাদের এখন বইছে সুখের হাওয়া। খুব শিগগিরই দিব্যা খোসলা কুমারের বিপরীতে বলিউডে অভিষেক হতে যাচ্ছে যশ দাশগুপ্তর। অন্যদিকে রাজনীতি আর অভিনয় নিয়ে বেশ ভালোই অবস্থানে আছেন নুসরাত। সম্প্রতি ডাক পেয়েছিলেন ‘বিগ বস’-এর মঞ্চে। তবে ছেলের বয়স কম হওয়ায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী নুসরাত।
]]>




