প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা কে এই হাকিম জেফরিস
<![CDATA[
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের দুই কক্ষের মধ্যে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ। গত মাসের মধ্যবর্তী নির্বাচনের মধ্যদিয়ে রিপাবলিকার পার্টির নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর নিম্নকক্ষের নেতার পদ থেকে সরে দাঁড়ান স্পিকার ন্যান্সি পেলোসি। তার জায়গায় হাউসের নতুন নেতা নির্বাচিত হয়েছেন হাকিম জেফরিস।
গত বুধবার (৩০ নভেম্বর) এক ভোটাভুটির মাধ্যমে হাকিম জেফরিসকে বেছে নেন হাউস ডেমোক্র্যাটরা। হাকিমের এই নির্বাচিত হওয়া ও মার্কিন কংগ্রেসের অন্যতম নেতা হয়ে ওঠা একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অন্যতম প্রধান কারণ হাকিম একজন কৃষ্ণাঙ্গ রাজনীতিক। এর আগে আর কোনো কৃষ্ণাঙ্গ রাজনীতিক মার্কিন পার্লামেন্টে কোনো দলের নেতৃত্ব দেননি। হাকিমই প্রথম সেই ভাগ্যবান ব্যক্তি।
মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হলেও প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ডেমোক্রেটিক পার্টি। ২০১৮ সালের পর প্রতিনিধি পরিষদে এটা তাদের প্রথম হার। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা হারানো দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন হাকিম।
গত বুধবারের ভোটাভুটির পর এক বক্তব্যে তিনি বলেন, বিজয়ী দল রিপাবলিকানদের সঙ্গে একত্রে কাজ করবে তার দল। তবে ডেমোক্র্যাটরা ‘চরমপন্থা’র বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে বলে জানান তিনি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে একদিনে ২০ টর্নেডোর আঘাত
আগামী বছর তথা ২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে কংগ্রেসের দায়িত্ব বণ্টন করে দেয়া হবে। সে সময় কংগ্রেসের নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দেবেন ৫২ বছর বয়সী হাকিম জেফরিস।
রিপাবলিকানদের সঙ্গে কীভাবে কাজ করবেন-এমন প্রশ্নের জবাবে হাকিম বলেন, ‘আমেরিকানদের স্বার্থে যখনই এবং যেখানেই সম্ভব অংশীদারত্বের হাত প্রসারিত করা আমাদের প্রতিশ্রুতি।’ ডেমোক্রেটিক ককাসের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন হাকিম জেফরিস।
তার নেতৃত্বাধীন টিমে আরও থাকছেন ম্যাসাচুসেটসের প্রতিনিধি ক্যাথরিন ক্লার্ক, ক্যালিফোর্নিয়ান পিট আগুইলার এবং কংগ্রেসনাল হিস্পানিক ককাসের একজন সদস্য।
গত বুধবারের আগ পর্যন্ত খুব কম মানুষই হাকিম জেফরিসের নাম জানতেন। মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের নেতা নির্বাচিত হওয়ার পরই তার ব্যাপারে মানুষের কৌতুহল বেড়ে গেছে। অনেকেরই প্রশ্ন, কে এই হাকিম জেফরিস। কেনই বা তাকে ডেমোক্রেটিক পার্টির মতো এমন একটি দলের নেতা নির্বাচন করা হলো।
যেভাবে ন্যান্সি পেলোসির উত্তরসূরী হয়ে উঠলেন হাকিম জেফরিস
গেল নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচনে রিপাবলিকান পার্টির কাছে সংখ্যাগরিষ্ঠতা হারায় ডেমোক্রেটিক পার্টি। নির্বাচন শেষে কংগ্রেসে দলের প্রধান নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্পিকার ন্যান্সি পেলোসি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম কোনো নারী যিনি কংগ্রেসের স্পিকার পদে দায়িত্ব পালন করেছেন।
পেলোসি কংগ্রেসের নিম্নকক্ষের একজন এমপি। ক্যালিফোর্নিয়া রাজ্যের ১২তম ডিস্ট্রিক্ট সান ফ্রান্সিসকো বে এরিয়ার প্রতিনিধিত্ব করছেন তিনি। পদ ছাড়ার আগ পর্যন্ত টানা ২০ বছর স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি।
দুই দশকের এই ঐতিহাসিক সময়ে নিজেকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। সেই সঙ্গে ভোটের রাজনীতিতে দলকে ঐক্য ধরে রাখার ক্ষেত্রে দক্ষ নেতার পরিচয় দিয়েছেন পেলোসি।
মধ্যবর্তী নির্বাচনের প্রায় ৯ দিন পর (১৭ নভেম্বর) প্রতিনিধি পরিষদের আরও দুই শীর্ষ নেতা মেরিল্যান্ডের স্টেনি হোয়ার ও সাউথ ক্যারোলিনার জিম ক্লাইবার্নের সঙ্গে পদত্যাগের ঘোষণা দেন ন্যান্সি পেলোসি। তাদের তিনজনের বয়স ৮০ পেরিয়েছে।
আরও পড়ুন: ফিনল্যান্ডের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
তাদের এই পদত্যাগের ঘোষণার পরই হাকিম জেফরিসের মতো তরুণ রাজনীতিকের ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে উঠে আসার সম্ভাবনা জোরদার করে। ১৯৭০ সালে জন্ম নেয়া হাকিম ২০১৩ সাল থেকে নিউইয়র্কের ৮ম ডিস্ট্রিক্টের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন ৫২ বছর বয়সী হাকিম জেফরিস। এরপর গত বুধবার দলীয় নেতা নির্বাচনের পর উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেন, এটা ভবিতব্যই ছিল।
কংগ্রেসের নেতা নির্বাচিত হওয়ার নিজের বক্তব্যে পূর্বসূরী পেলোসির কথা ভোলেননি হাকিম জেফরিস। তাকে সবিনয়ে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘পেলোসি হলের এমন একজন অসাধারণ স্পিকার যিনি বিশাল ও তাৎপর্যপূর্ণ একটা সময় ধরে দলকে শুধু দিয়েই গেছেন।’
তিনি বলেন, ‘আমাদের ককাস সেরা। আমাদের দেশ সেরা। বিশ্ব পরিস্থিতি আগের চেয়ে ভালো। এটা স্পিকার ন্যান্সি পেলোসির অবিশ্বাস্য নেতৃত্বের কারণে।’
]]>