প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আইজিপির কঠোর হুঁশিয়ারি
<![CDATA[
শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অপশক্তি দেশের কোথাও অপরাধ কর্মকাণ্ড করার চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে বলে হঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প যাতে কোনভাবে ছড়াতে না পারে সেজন্য পুলিশ সচেতন আছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে এক যোগে কাজ করছে।
আইজিপি বলেন, জঙ্গিবাদ দমন করে ইতোমধ্যে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই পরিস্থিতির মধ্যেও দেশের সাম্প্রদায়িত সম্প্রীতি নষ্ট করতে কিছু লোক সুযোগের অপেক্ষায় থাকে। তবে কোন অপশক্তিকে সাম্প্রদায়িত সম্প্রীতির এই নিদর্শন নষ্ট করতে দেয়া হবে না। পাশাপাশি দেশের সকল পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জনের স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সবাইকে সতর্ক থাকারও নির্দেশ দেন আবদুল্লাহ আল মামুন।
আরও পড়ুন: ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা উদ্যাপন
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি পূজামণ্ডপে আজ রাত ১২টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত নিরাপত্তা কর্মী বহাল রাখতে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন পূজা উদযাপন কমিটিসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আইজিপির সাথে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাইদুর রহমান খান, জেলা প্রশাসক মনজুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে পূজামণ্ডপে উপস্থিত হলে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপারসহ পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ। পরে আইজিপি সেখানে সাংকৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
]]>