প্রতিশ্রুতি রাখতে পারেননি টাইগাররা
<![CDATA[
ভারত ও পাকিস্তানকে হারিয়ে দেবে বাংলাদেশ, বিসিবির কাছে এমন আত্মবিশ্বাস দেখিয়েছিল ক্রিকেটাররা। সেই কথা তারা রাখতে পারেনি। কিন্তু, কিছুই যেন করার নেই বিসিবি কর্তাদের। এখনও নরম সুর তাদের কণ্ঠে। যদিও বোর্ড পরিচালক তানভীর টিটু বলছেন, পারফরম্যান্স পর্যালোচনায় শিগগিরই ক্রিকেটার ও কোচদের সঙ্গে বসবেন তারা।
ক্রিকেটারদের প্রতিশ্রুতির বিষয়ে তানভীর টিটু বলেন, ‘ জিম্বাবুয়ের সঙ্গে খেলার পর, কয়েক জন ক্রিকেটার বলেছিল যে ভাই, আমরা এর পরে আরও দুটো ম্যাচ জিতব। ভারতের বিপক্ষে ম্যাচে আমরা দেখেছি যে দল পুরোপুরি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল। তবে ভারত ও অন্যান্য বড় দল থেকে আমাদের অভিজ্ঞতার কমতি আছে, সেটা মানতে হবে।
প্রতিশ্রুতি রাখতে পারেননি ক্রিকেটাররা। দুটো তো দূরে থাক, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর আর একটা জয়ও পায়নি বাংলাদেশ। সেমিফাইনালের সুবর্ণ সুযোগ হেলায় হারিয়েছে সাকিবরা। আরও একবার হৃদয় ভেঙেছে সমর্থকদের।
সমর্থকদের বিষয়ে টিটু বলেন, ‘যারা সমর্থক তারা মন, প্রাণ দিয়ে ক্রিকেটকে ভালোবাসে। ক্রিকেটে যদি হার হয়, তাহলে তাদের কাছে খারাপ লাগে। সুযোগের ওপর ভর করে আমরা ভালো দল হতে চাই বা সেমিফাইনালে যেতে চাই, এভাবে আমি চিন্তা করতে চাই না। সুযোগ পেয়ে যাওয়া আর যোগ্যতা দিয়ে যাওয়ার মধ্যে বেশ পার্থক্য আছে। তবে সুযোগ যদি কাজে লাগাতে পারতাম, তাহলে অবশ্যই ভালো লাগত।’
আরও পড়ুন: `কোচ হলে বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক ডাক্তার দেখাতাম’
বোর্ড কর্তাদের মন হয়তো ইস্পাত কঠিন। তাই এমনভাবে বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরও ভেঙে পড়েন না। এই কঠিন মনোভাব নিয়েই কি ক্রিকেটারদের কাছে জবাব চাইতে পারবেন তারা? নাকি আগের মতোই আদুরে শাসন করা হবে ব্যর্থ এই দলটাকে?
টিটু বলেন, ‘আমাদের ওপেনিং ভালো হলে মিডল অর্ডার ভালো হচ্ছে না। আবার মিডল অর্ডার ভালো করলে, ওপেনিং করছে না। আমাদের টেইল এন্ডাররা রান যোগ করতে পারছে না। আপনি যদি পারফর্ম না করেন, তাহলে জাতীয় দলে থাকতে পারবেন না। কারণ জাতীয় দল শেখার জায়গা নয়। সবকিছু শিখে এসে এখানে পারফর্ম করতে হবে। ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে যিনি আছেন, ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে অবশ্যই আলোচনা করবেন। কোচ, নির্বাচক, ক্রিকেটার সবাইকে নিয়ে বসা হবে। কী কী ভুল ছিল, কী কী শোধরানো উচিত, আমাদের কোচরা সেগুলো নিয়েও নিশ্চয় পরিকল্পনা সাজাবেন।’
গত বছর বিশ্বকাপের পরও ব্যর্থতার কারণ অনুসন্ধানে দুই পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজকে নিয়ে একটি কমিটি গঠন করেছিল বোর্ড। কিন্তু, ঐ কমিটির তদন্ত কতোটুকু ফলপ্রসূ হয়েছিল তা এখনও অজানা। অল্পতেই যেন তুষ্ট তারা। এবারও শুধু নেদারল্যান্ডস আর জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের মধ্যেই সমস্ত সুখ খুঁজে নিচ্ছে বিসিবি।
আরও পড়ুন: ‘আইপিএলে তাসকিন প্রতি ম্যাচে ৩ উইকেট পেতে পারে’
এ বিষয়ে বোর্ড পরিচালক টিটু বলেন, ‘আমাদের যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশা অনুযায়ী আমরা একটা লেভেল পর্যন্ত আসতে পেরেছি। আমরা একেবারেই তলানিতে ছিলাম, সেখানে থেকে ধীরে ধীরে এ পর্যায়ে উঠে এসেছি। ভারতের সঙ্গে লিটনের ইনিংসটা ছিল দুর্দান্ত। এবারের বিশ্বকাপে শান্ত দুটি ফিফটি করেছে। একটা সময় পর্যন্ত সংগ্রাম করতে হয়, তারপর সফলতা আসে। আমাদের এখনো সংগ্রামের পর্যায়ে আছি।’
তথাকথিত ইয়াংস্টারদের আরও সুযোগ দিতে চায় বোর্ড। আর সমর্থকরা আশায় বুক বাঁধেন, এবার হয়তো সত্যিই দিন বদলাবে।
]]>