‘প্রত্যেক ক্যান্টিন থেকে চাঁদা তুলছেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদক’
<![CDATA[
ছাত্রলীগের দুপক্ষের দ্বন্দ্বের জেরে মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে আধিপত্য বিস্তার, সিট বাণিজ্য, সাধারণ ছাত্রীদের হেনস্তাসহ পাল্টাপাল্টি অভিযোগ করে মিছিল করেছে দুপক্ষই। পরিস্থিতি শান্ত রাখতে মধ্যস্থতা করেন শিক্ষকরা।
হলের সাধারণ শিক্ষার্থীদের নানা হয়রানির খবরে বারবার আলোচনায় আসে ইডেন কলেজ ছাত্রলীগ। কিছুদিন আগে সভাপতির অডিও ভাইরাল হয়েছে। বিবস্ত্র করে ভিডিও করার হুমকিও আলোচনায় আসে।
এবার সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে মারধর করে আটকে রেখে মোবাইল কেড়ে নেয়ার অভিযোগ করেন সহসভাপতি জান্নাতুল ফেরদৌস।
এ বিষয়ে তিনি বলেন, কিছু দিন আগে আমি একটি লাইভ দিয়েছিলাম। সেই লাইভকে কেন্দ্র করে রিভা ও রাজিয়া আপা আমার সঙ্গে এমনটা করেছেন। এ বিষয়ের বিচার না হলে আমি আত্মহত্যা করব।
এ ঘটনায় মধ্যরাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। দুপক্ষই সড়কে মুখোমুখি অবস্থান নেয়। আটকে রাখা হয় সাধারণ ছাত্রীদের। অভিযোগ পাল্টা অভিযোগের তীর ছোড়ে দুপক্ষই। এতে উঠে আসে সাধারণ শিক্ষার্থীদের নানা হয়রানির চিত্র।
আরও পড়ুন: উপবৃত্তির টাকা না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
তারা বলছেন, প্রত্যেক ক্যান্টিন থেকে তারা চাঁদা তুলছেন। ভিডিওসহ এ ঘটনার তথ্য আমাদের কাছে আছে। সে বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি। রুমগুলোতে অতিরিক্ত মেয়ে তোলা হয়। তাদের বিভিন্ন রকম মানসিক টর্চার করা হয়।
পরিস্থিতি শান্ত রাখতে হস্তক্ষেপ করেন শিক্ষকরা। তারা বলছেন, এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্যায় করলে তো তার শাস্তি পেতেই হবে।
তবে সভাপতি ও সাধারণ সম্পাদককে উত্তেজনাকর পরিস্থিতির সময় দেখা যায়নি। ৩৫ হাজারের বেশি শিক্ষার্থীদের ইডেন কলেজ ক্যাম্পাসে ৬টি হল রয়েছে। ৩ হাজার ১০০ আসনের বিপরীতে প্রায় ৮ হাজার ছাত্রী থাকেন।
]]>