প্রথমবার পূজার গানে শানুপুত্র
<![CDATA[
শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। গানে গানে যিনি মানুষের মন জয় করে নিয়েছেন। অগনিত ভক্তের হৃদয়কে নাড়িয়েছেন সুমধুর কণ্ঠে দারুণ দারুণ গান গেয়ে। গান দিয়েই মূলত তিনি আকাশ ছোঁয়া পরিচিতি পান।
প্রথমবার পূজার গান মুক্তি পেল গায়ক কুমার শানুপুত্র জান কুমার শানুর। নতুন এই গানের নাম ‘ভালোবাসার সুরে ঠিকানা’। এ বছর প্রথমবার দুর্গাপূজায় কলকাতায় থাকবেন জান কুমার শানু।
‘ভালোবাসার সুরে ঠিকানা’ গানটি তৈরি হওয়ার জন্য তার মা রীতা ও দেবী দুর্গার অনেক আশীর্বাদ আছে বলেই মনে করেন এই শিল্পী। তার নতুন গান জুড়ে আছে রেট্রো ফিল। গায়ক মনে করেন, এই বিশেষ অনুভূতি তিলোত্তমার মানুষের মন জয় করবে। নতুন পূজার গান আসলে তার পরিবারের চিরাচরিত রীতির প্রতিই তার শ্রদ্ধাজ্ঞলি বলে জানিয়েছেন জান কুমার শানু।
আরও পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে দীপিকা পাড়ুকোন
জানের জন্মের আগেই ডিভোর্স হয়ে যায় জানের মা রীতা ও কুমার শানুর। জন্ম থেকেই বাবার সান্নিধ্য পায়নি জান। তবে বাবার মতোই ভালো গান করবেন এমনটাই আশা এই শিল্পীর।
সূত্র: হিন্দুস্তান টাইমস
]]>




