প্রথম গোল করলেন নেইমার, লাল কার্ড পেল পিএসজি
<![CDATA[
অবশেষে স্টেড ডি রেঁসের বিপক্ষে গোল পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানের ম্যাচটিতে প্রথম গোল করেন ব্রাজিল তারকা নেইমার। তাতে তুমুল লড়াইয়ের এই খেলায় ১-০ গোলে এগিয়ে গেল লিওনেল মেসিদের দল।
রোববার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মুখোমুখি হয় পিএসজি ও রেঁস। লিগ ওয়ানের এই খেলায় হিসাবের দিক থেকে অনেক এগিয়ে পিএসজি। তবু অপেক্ষাকৃত দুর্বল রেঁসের বিপক্ষে গোল করতে যেন কালঘাম ছুটে যায় মেসিদের। প্রথমার্ধ পর্যন্ত থাকতে হয় গোলশূন্য।
আরও পড়ুন: মেসি-নেইমারকে নিয়ে মাঠে নেমেছে পিএসজি
প্রথমার্ধের বিরতি শেষে গোল পেতে মরিয়া হয়ে ওঠে দুই দল। সেই লড়াইয়ে এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ৫১ মিনিটে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বল নিয়ে এগিয়ে যান রেঁসের ডি-বক্সে। সেখানে মেসির আক্রমণ প্রতিহত করেন বিপক্ষ শিবির। তবে নেইমার ছুঁটে এসে গোলরক্ষকসহ ডিফেন্ডারদের বোকা বানিয়ে জালে জড়ান বল। পিএসজি পেয়ে যায় লিড গোল।
তবে গোলের কয়েক মিনিট পরে ঘটে যায় বিপত্তি। পিএসজির ডি-বক্সের সামনে রেঁসের খেলোয়াড়কে ফাউল করে বসেন মার্কো ভেরাত্তি। রেফারি প্রথমে হলুদ কার্ড এবং ভিএআর পরীক্ষা করে লাল কার্ড দেন ভেরাত্তিকে। তাতে ৫৯ মিনিট থেকে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি।
আরও পড়ুন: বাফুফের নারী ক্যাম্পে জাপানি বংশোদ্ভূত ফুটবলার
এ দিন রেঁসের মুহুর্মুহু আক্রমণ সামলাতে সময় গেছে মার্কুইনহোসদের। ফলে খেলার শুরু থেকেই বেশ ভুগতে হয়েছে পিএসজিকে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। ১৯ ম্যাচ থেকে ১৫ জয়, ২ ড্র ও ২ হার নিয়ে ক্লাবটির পয়েন্ট ৪৭। অন্যদিকে প্রতিপক্ষ রেঁসের অবস্থান অনেক পিছনে। দলটি রয়েছে তালিকার ১২তম স্থানে। সমান ম্যাচ খেলে মাত্র ৫ জয়, ১০টি ড্র ও ৪ হার নিয়ে রেঁসের পয়েন্ট ২৫।
]]>