প্রথম দিন মেট্রোরেলে চড়েন ৩৮৫৭ যাত্রী
<![CDATA[
ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হওয়ার প্রথম দিন ৩ হাজার ৮৫৭ জন যাত্রী ভ্রমণ করেছেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় এসব যাত্রী রেলভ্রমণ করেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৮টা থেকে ট্রেন চলার কথা থাকলেও ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন যাত্রীরা। তাদের মধ্যে কেউ অফিসগামী, কেউবা পরিবারসহ এসেছিলেন।
এম এ এন সিদ্দিক বলেন, অনেক মানুষের লাইন ছিল। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১২টার পর আর চলেনি মেট্রোরেল। ফলে মেট্রোরেলে চড়ার ইচ্ছা অপূর্ণ রেখেই শেষ পর্যন্ত স্টেশন ছাড়তে হয় হাজারও মানুষকে।
এর আগে সকাল ৮টায় প্রথমে উত্তরা স্টেশন থেকে সাধারণ যাত্রী নিয়ে প্রথম ট্রেনটি ছাড়ে। দ্বিতীয় ট্রেনটি ছাড়ে আগারগাঁও থেকে। এর মধ্যে প্রথম দিনে সিঙ্গেল টিকিট বিক্রি হয়েছে ৩ হাজার ৭৫৬টি এবং মেট্রোপাস ছিল ৯৯টি। এসব টিকিট বিক্রি করে মেট্রোরেল কর্তৃপক্ষের মোট আয় হয়েছে মোট ২ লাখ ৭৪ হাজার ৮৬০ টাকা।
আরও পড়ুন : মেট্রোরেলের কার্ড হারিয়ে জরিমানা গুনলেন শিক্ষার্থী
গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) দেশের প্রথম বৈদ্যুতিক গণপরিবহন মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের গণপরিবহন খাতে এক বিপ্লবের সূচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ডিএমটিসিএলের ঘোষণা অনুযায়ী, প্রথমদিকে মেট্রোরেল চলবে সীমিত পরিসরে, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। মাঝপথে কোথাও থামবে না। প্রথমদিকে ১০ মিনিট পরপর ট্রেন চলবে। আপাতত প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে মেট্রোরেল।
মেট্রোরেলে কিলোমিটারে ভাড়া ৫ টাকা। মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের ভাড়া ৬০ টাকা। কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। শিক্ষার্থীদের জন্য হাফ পাস থাকছে না। ভাড়া লাগবে না যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও তিন ফুটের কম উচ্চতার শিশুদের। স্মার্ট কার্ডে ভাড়া পরিশোধ করলে ১০ শতাংশ ছাড় পাবেন যাত্রীরা।
]]>