বাংলাদেশ

প্রথম ম্যাচে চাপে থাকবে বাংলাদেশ: আকরাম খান

<![CDATA[

সাম্প্রতিক প্যারফম্যান্স আর অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হওয়ায় নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে চাপে থাকবে বাংলাদেশই। তবে সেই চাপকে জয় করতে হলে টপ অর্ডারের প্রথম তিন ব্যাটারকে নিতে হবে আলাদা দায়িত্ব। বড় টার্গেট নয় বরং গুরুত্ব দিতে হবে নিজেদের শক্তিমত্তায়। বলছেন টাইগারদের সাবেক অধিনায়ক আকরাম খান। তার মতে, বড় মঞ্চে টি-টোয়েন্টির বদনাম ঘোচানোর বড় সুযোগ সাকিবের দলের। সঙ্গে গুরুত্ব দিলেন স্মার্ট ক্রিকেট খেলারও।

টানা ব্যর্থতায় দলের আত্মবিশ্বাস একেবারেই তলানিতে। তবে একটা মোমেন্টাম বদলে দিতে পারে চিত্রনাট্যের স্ক্রিপ্ট। যে পাণ্ডুলিপি লিখতে খেলতে হবে স্মার্ট ক্রিকেট।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, আমাদের অবস্থা এখন ভালো না। এই মুহূর্তে মানসিক এবং শারীরিক সব দিক থেকেই ডাউন, যেহেতু আমরা পারফর্ম করতে পারছি না। আমাদেরকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। আমাদের সক্ষমতা জানতে হবে যে আমরা কতটুকু যেতে পারি। অন্য দলকে নিয়ে চিন্তা না করে আমাদের যারা খেলছে, তাদের কাছ থেকে সর্বোচ্চটা কীভাবে বের যায়, সেদিকে নজর দিতে হবে। জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডস থেকে বেশি চাপে আমরা থাকব। টুর্নামেন্টের প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা খুবই ভাগ্যবান যে প্রথম ম্যাচে আমরা হল্যান্ডের মতো দলকে পেয়েছি।  

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ‘দুঃসংবাদ’

বাংলার নাজুক ব্যাটিং লাইনআপ দুশ্চিন্তার বড় কারণ। মেকশিফট ওপেনার, টপ কিংবা মিডল অর্ডার, ব্যর্থতার গল্প দীর্ঘ থেকে হচ্ছে আরও দীর্ঘতর। বড় স্কোরের জন্য শুরুর তিন ব্যাটারের কাছে বড় রান চান আকরাম খান।

টাইগারদের সাবেক অধিনায়ক বলেন, ব্যাটারদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। বিশেষ করে প্রথম ৩ জন। টি-টোয়েন্টিতে প্রথম ৩ জনের মধ্যে একজনকে কিন্তু লম্বা ইনিংস খেলতে হয়। অন্যথায়, বেশি রান করাটা কঠিন হয়ে যাবে।

তবে স্বস্তি আছে অন্য জায়গায়। সমীকরণ বলছে, নেদারল্যান্ডস আর জিম্বাবুয়ের সঙ্গে বড় তিন দল প্রোটিয়া, ভারত আর পাকিস্তান, যে কোনো একটা ম্যাচ জিততে পারলে সেমি খেলার দারুণ একটা সম্ভাবনা থাকবে টাইগারদের।

আরও পড়ুন: সেমিফাইনালে লড়বে কোন চার দল?

আকরাম খান বলেন, আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা দারুণ সুযোগ। প্রথম ২টা ম্যাচ যদি আমরা জিতে যাই, তবে পরে যে কোনো একটা দলকে হারাতে পারব বলে বিশ্বাস করি।

সেই সঙ্গে মাঠের বাইরের সব সমালোচনা ভুলে গিয়ে ২২ গজেই মনোযোগের পুরোটা দেয়ার পরামর্শ আকরাম খানের।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!