প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল
<![CDATA[
আর মাত্র ৮ দিন বাকি। আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। বিশ্বের সেরা হওয়ার লড়াইয়ে নামবে ৩২টি দেশ। আসরে অন্যতম ফেভারিট হিসেবে খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা। অথচ, ফুটবলের এই দুই পরাশক্তিকে দ্বিতীয় বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছিল।
লাতিন ফুটবল মানে নৈপুণ্য দেখিয়ে দর্শক হৃদয়ে ঝড় তোলা। হলুদ সবুজ জার্সির ব্রাজিল এবং নীল-সাদা জার্সির আর্জেন্টিনা দলে খেলোয়াড়ের অভাব নেই। যুগে যুগে এটাই সত্যি।
বিশ্ব ফুটবলে দুই দলই একটু একটু করে নিজেদের তুলে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। কিন্তু ১৯৩৪ সালে ইউরোপে মারাত্মকভাবে হোঁচট খেয়েছিল দক্ষিণ গোলার্ধের দুই ফুটবল মহাশক্তি।
দ্বিতীয় বিশ্বকাপের আয়োজক ছিল ইতালি। ওই বিশ্বকাপে ইতালি, চেকোস্লোভাকিয়া, জার্মানি,অস্ট্রিয়া ঢুকেই প্রথম থেকে চতুর্থ স্থান দখল করে ফেলে।
আরও পড়ুন: কারও হৃদয়ে আমার নাম থাকবে: নেইমার
প্রথম ম্য়াচেই যুক্তরাষ্ট্রকে ৭-১ ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করে স্বাগতিকরা। আর চ্যাম্পিয়ন হয়েছিল তারাই। রানার্সআপ হয়েছিল চেকোস্লোভাকিয়া। সেই বিশ্বকাপে সর্বাবিধক গোল করেছিলেন চেকোস্লোভাকিয়ার অলর্ড্রিচ নেজেদলি।
কিন্তু ১৯৩৪ সালের ওই বিশ্বকাপে প্রথম রাউন্ডে স্পেনের কাছে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেলেসাওদের মতো প্রথম বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনাও প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে ছিটকে যায়।
আরও পড়ুন: ফাইনালে ১১ অলরাউন্ডার নিয়ে খেলবে পাকিস্তান!
নকআউট পদ্ধতিতে ১৬টি দলকে নিয়ে টুর্নামেন্টটি হয়েছিল। অর্থাৎ, একটি ম্য়াচে হারলেই বিদায়। তাই একটি ম্য়াচে হেরেই ব্রাজিল, আর্জেন্টিনা, হল্য়ন্ড, ফ্রান্সের মতো দেশকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল।
]]>




