খেলা

প্রথম সেমিতে সাফল্য, ফ্রান্স-মরক্কো ম্যাচ নিয়ে কাশেফের ভবিষ্যদ্বাণী

<![CDATA[

কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়াকে নিয়ে করা ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল। এবার দ্বিতীয় সেমিফাইনালে মরক্কো আর ফ্রান্সের ম্যাচ নিয়েও প্রেডিকশন জানাল আল জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ।

কাতার বিশ্বকাপের শুরু থেকে ম্যাচের ভাগ্য নিয়ে ভবিষ্যদ্বাণী করে আসছে আল জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এ রোবট। প্রথম সেমিফাইনাল ছাড়াও কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে করা এই রোবটের ভবিষ্যদ্বাণীও মিলেছিল। তবে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার লড়াইয়ে ব্রাজিলকে এগিয়ে রেখেছিল কাশেফ। কিন্তু ৭০ শতাংশ এগিয়ে রাখা ব্রাজিল সে ম্যাচে হেরেছিল টাইব্রেকারে।

আল বায়েত স্টেডিয়ামে বুধবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালের টিকিট নিশ্চিতের লক্ষ্যে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের মোকাবিলায় মাঠে নামবে মরক্কো। দুদলের লড়াইয়ে আল-জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ তার ভবিষ্যদ্বাণীতে এগিয়ে রেখেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে। কাশেফ বলছে, আজকের ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬৮ শতাংশ। আর মরক্কোর সম্ভাবনা ৩২ শতাংশ।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এই ভার্চুয়াল জ্যোতিষী মূলত বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, একাদশ, ইনজুরি সমস্যা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে ভবিষ্যদ্বাণী করে। রোবটিক এই প্রোগ্রাম বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত ৬০ ম্যাচের প্রতিটিতেই ভবিষ্যদ্বাণী করেছে। কাশেফের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার হার ৬৭। 

এদিকে, বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো। অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত দুই দল পাঁচবার মুখোমুখি হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে আফ্রিকার দেশটির বিপক্ষে কখনও হারেনি ফ্রান্স। 

আরও পড়ুন: খেলা দেখতে সমর্থকদের টিকিট দিচ্ছে মরক্কো

দুই দলের প্রথম দেখা ১৯৮৮ সালে, যেখানে ২-১ গোলে জিতেছিল ফরাসিরা। সবশেষ সাক্ষাৎ ২০০৭ সালে। প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এ ছাড়া দুই দলই বেশ কিছু আনঅফিসিয়াল ম্যাচ খেলেছিল।

এদিকে ১৯৯৮ সালে ব্রাজিলের পর প্রথম শিরোপাধারী দল হিসেবে সেমি-ফাইনালে খেলতে যাচ্ছে ফ্রান্স। ২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই আসরে ফাইনালে খেলার হাতছানি ফরাসিদের সামনে। 

টানা দুইবার বিশ্বকাপ জেতা দল ইতালি ও ব্রাজিল। ২০১৮ সালে রাশিয়া আসরে শিরোপা জেতা ফ্রান্সের সামনেও এখন এই রেকর্ড ছোঁয়ার সুযোগ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!