বাংলাদেশ

প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশের মেয়েরা

<![CDATA[

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বের অপরাজিত নারী দলটি দ্বিতীয় পর্বে খেল হোঁচট। স্বাগতিকদের বিপক্ষে খেলতে নেমে ৫ উইকেটের হার পেল টাইগ্রেসরা। তাতে কঠিন হয়ে গেল সেমিফাইনালে ওঠার সুযোগ।

শনিবার (২১ জানুয়ারি) পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বের লড়াই। সে লড়াইয়ে প্রথম দিনেই স্বাগতিকদের মুখোমুখি হয় লাল-সবুজের দল। ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয় করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৫ রান স্কোরবোর্ডে তোলে বাংলাদেশ। জবাবে ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

১০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুর দিকেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৪ রানে ইলান্দ্রি রেন্সবার্গকে রানআউট করেন দীপা খাতুন। তবে আরেক ওপেনার সিমোন লরেন্স রান তুলতে থাকেন। ৫.৬ ওভারে ২২ বল থেকে ২৬ রান করা সিমোনকে বোল্ড করেন রাবেয়া খান। অষ্টম ওভারে বোলিংয়ে এসে আরও দুটি উইকেট নেন রাবেয়া। তাতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখা দেয়।

তবে ম্যাডিসন ল্যান্ডসম্যান ও কারাবো মেসোর অনবদ্য জুটিতে জয় তুলে নেয় স্বাগতিকরা। দলীয় ১০৩ রানে আউট হন ৩৮ বলে ৩৭ করা ম্যাডিসন। কিন্তু ততক্ষণে যা করা দরকার ছিল, সেটি করে যান তিনি। আর শেষ পর্যন্ত ৩০ বল থেকে ৩২ রান করে অপরাজিত থাকেন কারাবো। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন রাবেয়া খান। 

এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা পায় টাইগ্রেসরা। দুই ওপেনার আফিয়া প্রত্যাশা ও মিষ্টি সাহা জেম্মা বোথার প্রথম ওভারে নেন ১১ রান। তবে দ্বিতীয় ওভারে বাংলাদেশের রানের গতি কমে আসে। আয়ন্দা হুলুবির ওভারটিতে বাংলাদেশ পায় মাত্র ৫ রান। তৃতীয় ও চতুর্থ ওভারেও এই ধারা বজায় থাকে। ফলে কিছুটা চাপ অনুভব করেন দুই ওপেনার।

এই চাপের খেসারত দিতে হয় পঞ্চম ওভারে। ৪.৩ ওভারে জেম্মার করা বলে ক্যাচ তুলে দেন মিষ্টি সাহা। ১৪ বলে ১২ রান করে আউট হন মিষ্টি। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। তখন উইকেটে এসে রান তোলার চেষ্টা করেন দিলারা আক্তার। অষ্টম ওভারে কায়লা রেইনেকের বলে পরপর তিনটি চার আদায় করেন দিলারা। তবে কিছুক্ষণ পরই বিধ্বংসী হয়ে ওঠেন রেইনেকে।

একেক করে বাংলাদেশের চার উইকেট তুলে নেন দক্ষিণ আফ্রিকার এই বোলার। এর মধ্যে ১৭তম ওভারে ২ রান দিয়ে তুলে নেন দুই উইকেট। এদিন ব্যাট হাতে জ্বলে ওঠার আগেই টাইগ্রেসদের থামিয়ে দেন রেইনেকে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন সুমাইয়া আক্তার। সেটিও ছিল খুব ধীরগতির ইনিংস। ২৮ বল থেকে ২৪ রান করেন সুমাইয়া। সব মিলিয়ে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে বাংলাদেশ ১০৫ রান তুলতে পারে। যেখানে ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: বাবার সঙ্গে মই টানা মারুফা স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশকে

এ দিকে দ্বিতীয় পর্বের এই ম্যাচে হারের কারণে সেমিফাইনাল খেলার স্বপ্ন ঘোলা হয়ে গেছে বাংলাদেশের। আগামী ২৫ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলা রয়েছে বাংলাদেশের মেয়েদের। ওই ম্যাচে ভালো করার পাশাপাশি অন্যদের পরিসংখ্যানের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগ্রেসদের।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!