প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির ঘটনায় যুবকের কারাদণ্ড
<![CDATA[
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতির ঘটনায় রাজশাহীর দুর্গাপুরে রাজীব নামে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে ডিজিটাল আইনের মামলায় দুটি ধারায় সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।
সরকার পক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা জানান, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন অপপ্রচার ও মিথ্যা তথ্য এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর মিথ্যা তথ্য প্রকাশ করে আসছিল রাজীব।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি / পটুয়াখালীতে যুবক গ্রেফতার
এর আগে ২০১৯ সালের আগস্টে দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক ও মামলা করে। পরে তদন্ত শেষে পুলিশ চার্জশিট দাখিল করে। সাক্ষ্য গ্রহণ শেষে দুটি ধারায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।
অভিযুক্ত রাজীব রাজশাহীর দুর্গাপুর উপজেলার বখতিয়ায়পুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
]]>