প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অভিনব উদ্যোগ মাউশির
<![CDATA[
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন বুধবার (২৮ সেপ্টেম্বর)। বঙ্গবন্ধুকন্যার ৭৬তম জন্মদিন উদ্যাপনে নানা কর্মসূচি নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাউশি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিককালে আমাদের বড় অর্জন ‘পদ্মা সেতু’। ‘পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপ আমাদের গর্বিত করেছে। তাই মাউশির আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা পদ্মা সেতুর অর্জনে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা লিখবে। বার্তাটি ১০০ শব্দের মধ্যে হতে হবে।
এতে আরও বলা হয়, শুভেচ্ছাবার্তায় পদ্মা সেতু নির্মাণে ও বাংলাদেশের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের চিত্র ফুটে উঠবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সেরা শিক্ষার্থীদের লেখা ‘শেখ রাসেল’ দেয়ালিকায় উপস্থাপন করবে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান প্রতিটি শ্রেণি থেকে বাছাইকৃত সেরা লেখা (প্রতি শ্রেণির একটি লেখা) 28septemberdshe@gmail.com–এ আগামী শুক্রবারের (৩০ সেপ্টেম্বর) মধ্যে পাঠাতে হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিন বুধবার
সব জেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। তার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে হয়েছেন প্রশংসিত। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে করোনাকালেও দেশের প্রবৃদ্ধি এশিয়ায় প্রায় সব দেশের ওপরে।
আরও পড়ুন: সাংবাদিক রণেশ মৈত্র’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বর্তমানে যুক্তরাষ্ট্রে সফরে আছেন শেখ হাসিনা। আগামী ৪ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। তার অনুপস্থিতিতেই দিনটি উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মাধ্যমে পালন করবে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
]]>




