বিনোদন

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আনোয়ার ইব্রাহিম

<![CDATA[

মালয়েশিয়ার সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী, বর্ষীয়ান বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান (পিএইচ) এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাশনাল (পিএন) জোট। আর তৃতীয় স্থানে রয়েছে ইসমাইল সাবরি ইয়াকুবের বারিসান ন্যাশনাল (বিএন)।

মাত্র দুই সপ্তাহের প্রচারণা শেষে শনিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্র খোলার আগেই আসতে শুরু করেন ভোটাররা। কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন দেখা যায়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মেঘাচ্ছন্ন আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়া সত্ত্বেও নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বন্যার কারণে ভোটকেন্দ্রে পানি ওঠায় সারাওয়াক বারামের একটি আসন ও কেদাহ রাজ্যের পাদাং সেরাই আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ কারণে ২২২টি আসনের মধ্যে ২২০ আসনের ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন: মালয়েশিয়ার নির্বাচন / ফলাফল ঘোষণা শুরু, জয় নিশ্চিত সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিনের

সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরই শুরু হয় গণনা। ভোটের আগে একাধিক জনমত জরিপে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস দেয়া হয়। পাকাতান হারাপানের আনেয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হতে পারেন বলেও জানানো হয় জরিপে। ভোটের ফলাফলেও তেমনটাই দেখা যাচ্ছে।

নিক্কেই এশিয়ার লাইভ আপডেট তথ্য বলছে, আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) এখন পর্যন্ত ২৮টি আসনে জয় নিশ্চিত করেছে। এছাড়া ৬৪টি আসনে এগিয়ে রয়েছে। মহিউদ্দিনের ন্যাশনাল অ্যালায়ান্স (পিএন) ২৬টি আসনে জয় পেয়েছে। এগিয়ে রয়েছে ৪৩ আসনে। আর ইসমাইল সাবরির বারিসান ন্যাশনাল জোট ১৫টি আসন জিতেছে। আর এগিয়ে রয়েছে ১৮টি আসনে।

ন্যাশনাল অ্যালায়ান্সের (পিএন) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন জয় নিশ্চিত করেছেন। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জহুরের পাগোহ আসনে নির্বাচিত হয়েছেন তিনি। বারিসান ন্যাশনালের (বিএন) নেতা ও তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রী টেঙ্কু জাফরুল পরাজিত হয়েছেন। কুয়ালা সেলাঙ্গর আসনে তাকে হারিয়ে দিয়েছেন আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপানের (পিএইচ) জুলকেফলি আহমাদ।

আরও পড়ুন: এপেক সম্মেলন / জিনপিংয়ের সঙ্গে কামালার সংক্ষিপ্ত বৈঠক

মালয়েশিয়ায় ২০১৮ সাল থেকে রাজনৈতিক অস্থিরতা চলছে। স্থিতিশীলতা ফেরানোর চেষ্টার অংশ হিসেবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব গত ১০ অক্টোবর পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন ঘোষণা করেন। এবারের নির্বাচনে ২২২টি সংসদীয় আসনে বিভিন্ন দলের ৯৪৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যা মালয়েশিয়ার ইতিহাসে রেকর্ড। 
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!