প্রভাতের ১ লাখ ৩ হাজার কি.মি. সাইকেলিং রেকর্ড
<![CDATA[
সুস্থ জীবন ধারণের জন্য ৮ বছর আগে সাইকেলিং শুরু করেছিলেন প্রভাত চৌধুরী। ৮ বছর পরে তার সাইকেলিং যাত্রা পার করেছে ১ লাখ ৩ হাজার কিলোমিটার পথ। প্রভাতের এ অর্জন ট্র্যাকিংয়ের মাধ্যমে রেকর্ড করেছে প্রফেশনাল অ্যাথলেট অ্যাপ স্ট্রাভা। বাংলাদেশি অ্যাথলেটদের মধ্যে প্রভাত চৌধুরীই প্রথম যিনি স্ট্রাভাতে ১ লাখ ৩ হাজার কিলোমিটার সাইকেল চালানোর রেকর্ড করেছেন।
সম্প্রতি প্রভাত চৌধুরী শেষ করেছেন নতুন চ্যালেঞ্জ। পরিবেশ দূষণের বিরুদ্ধে এক অভিনব উদযোগ নিয়ে সাইকেলিং করে পাড়ি দিয়েছেন তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত। ৯ দিনে ১০০০ হাজার কিলোমিটার সাইকেল চালানোর পাশাপাশি পরিবেশ দূষণ রোধে সচেতনতা তৈরির প্রচারণা চালানো ছিলো এ যাত্রার লক্ষ্য।
সাইকেলিস্ট প্রভাত চৌধুরী বলেন, আমাদের দেশটা এক সময় সবুজে ভরপুর ছিল। কিন্তু এখন সে সবুজের সমারোহ কমে যাচ্ছে। আমরা এতবেশি পরিবেশ নষ্ট করছি যে, সামনের দিনগুলোতে নিজেরাই ঠিকতে পারবো না। আমরা চাইলে প্রকৃতিকে নষ্ট না করেও মানবসভ্যতাকে বাঁচিয়ে রাখতে পারি। এজন্য দরকার মানবিক সচেতনতা। সে সচেতনতার বার্তা দিতেই মূলত সাইকেলিং করা।
টানা নয়দিনের সাইকেলিংয়ের শেষ শনিবার প্রভাত পৌঁছান কক্সবাজারে। এরপর একপাশে সমুদ্র সৈকত আর অন্যপাশে পাহাড় রেখে দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে সাইকেল চালিয়ে টেকনাফ জিরো পয়েন্টে শেষ করেন ১ হাজার কিলোমিটারের দূরত্ব। এ সময় তাকে স্বাগত জানান কক্সবাজারের সাইকেলিস্টরা।
পরে আগত পর্যটকদের উদ্দেশ্যে প্রভাত বার্তা দেন, সৈকতে যেখানেসেখানে প্লাস্টিক বর্জ্য না ফেলার। প্রতিবছর কক্সবাজারে লাখ লাখ পর্যটক আসেন। কিন্তু কক্সবাজারে বেড়াতে এসে পরিবেশ নষ্ট করছেন অনেকেই। প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের ওয়ানটাইম কাপ এবং চিপসের মোড়ক বালিয়াড়িতে ফেলে দিচ্ছি। এতে পরিবেশ হুমকিতে পড়ছে। পরিবেশ হুমকিতে পড়লে আমরা ভালো থাকতে পারবো না। তাই পর্যটকদের সচেতন হতে হবে।
আরও পড়ুন গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের অর্জন
প্রভাতের শখ সাইকেলিং, ঢাকা শহরে যেখানেই যান না কেন প্রিয় সাইকেলটা সঙ্গে রাখেন তিনি। নিজে সুস্থ থাকতে এবং অন্যদের সাইকেলিংয়ে আগ্রহী করতে সাইকেল চালিয়ে অফিসেও যান প্রভাত। তবে সাইকেল চালানোর জন্য আলাদা লেন বা পার্কিংয়ের সুযোগ করে দেয়ার দাবি প্রভাতের।
প্রভাত বলেন, ২০১৪ সালের নভেম্বরে স্ট্রাভা অ্যাপের সঙ্গে ট্র্যাকিংয়ের মাধ্যমে যুক্ত হই। এটা পেশাদারি এবং অপেশাদারি সবাই ব্যবহার করে। আপনি কখন কোথায়, কত গতিতে সাইকেল চালিয়েছেন সব রেকর্ড থাকে এই অ্যাপে। জিপিএস ট্র্যাকারের মধ্যে সফটওয়ারটি সব তথ্য রেকর্ড করে রাখে। গত ৮ বছরে আমি অনেকগুলো প্রফেশনাল সাইকেলিং প্রতিযোগিতায়ও অংশ নিয়েছি।
প্রভাত এরইমধ্যে তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও অংশ নিয়েছেন। তার মধ্যে একটি হলো ২০২১ সালে মাত্র ৪৮ ঘণ্টায় ১ হাজার ৬৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে ওয়ার্ল্ড রেকর্ড। সে ইভেন্টে তিনি সাপোর্টিং পেসার হিসেবে অংশ নেন।
রাজধানী মহাখালীর বাসিন্দা প্রভাত চৌধুরী চাকরি করেন ঢাকার একটি করপোরেট হাউজে। গত ৮ বছর ধরে সাইকেল চালিয়ে অফিস করছেন তিনি।
]]>




