প্রযোজক পরমব্রতর আগামী ছবিতে প্রসেনজিৎ কিন্তু পরিচালক কে?
<![CDATA[
‘মিস্টার ইন্ডাস্ট্রি’ শব্দটা শুনলে একজনের নামই সবার প্রথমে মাথায় আসে। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ৩০ বছরেরও বেশি সময় ধরে টালিউড ইন্ডাস্ট্রিতে তার প্রতিপত্তি।
পরমব্রত আর প্রসেনজিৎ এর আগে জুটি বেঁধেছিলেন ‘লড়াই’ চলচ্চিত্রে। সেই ছবির পরিচালনায় ছিলেন পরমব্রত। কিন্তু এবার তার প্রযোজনার ছবি হলেও পরিচালনার দায়িত্বে রয়েছেন অন্য কেউ। সবারই ধারণা, বুম্বাদা মানেই নতুন কিছু। যেমন এই পুজোয় নতুনভাবে ধরা দিতে চলেছেন প্রসেনজিৎ। পুজোর ছবি ‘কাছের মানুষ’-এর প্রচারে চূড়ান্ত ব্যস্ত মিস্টার ইন্ডাস্ট্রি।
আরও পড়ুন: পরকীয়ার অভিযোগে প্রকাশ্যে মারধর নায়িকাকে!
এরই মধ্যে এলো নতুন খবর। এবার নাকি পরমব্রতর প্রযোজনায় অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ। টালিপাড়ায় গুঞ্জন, পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘রোডশো ফিল্মস’। এই প্রযোজনা সংস্থার নতুন ছবি সই করেছেন নায়ক। পরিচালক রাজা চন্দ। ভারতীয় এক সংবাদমাধ্যম পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সবটাই প্রাথমিক পর্যায়ে। চূড়ান্ত কিছু হয়নি।’
আরও পড়ুন: আমায় নিয়ে ট্রোল হচ্ছে মানেই আমি স্টার: সৌরভ দাস
শোনা যাচ্ছে, পুজোর পরই শুরু হবে শুটিং। ‘কাছের মানুষ’-এর পর ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র প্রচারপর্বও অল্প অল্প করে শুরু করেছেন। বেশ অনেক বছর হলো অন্য ধারার ছবিতে দেখে অভ্যস্ত তার অনুরাগীরা। পরমব্রত প্রযোজিত রাজা চন্দর পরিচালিত এ ছবিতে তাকে কোন অবতারে দেখা যাবে, সেটাই এখন দেখার বিষয়।
সূত্র: আনন্দবাজার
]]>