প্রিয় দলের জয় মাঠে বসে উপভোগ করলেন তামিম
<![CDATA[
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকেটটা তার ধ্যানজ্ঞান হলেও ফুটবলের অনেক বড় ভক্ত তিনি। তার পছন্দের দল ব্রাজিল। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সার্বিয়াকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। প্রিয় দলের জয় মাঠে বসে উপভোগ করলেন তামিম।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার চাচা আকরাম খানের হাত ধরেই ক্রিকেটে প্রত্যাবর্তন তামিম ইকবালের। বড় ভাই নাফিস ইকবালও একসময় খেলেছেন লাল-সবুজ জার্সিতে। বলা যায়, তাদের পরিবার ও ক্রিকেট একইসূত্রে গাঁথা। তবে তামিমের বাবা ইকবাল খান ক্রিকেটের পাশাপাশি ফুটবলটাকেও ভালোবাসতেন। তিনি বড় ভক্ত ছিলেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের। ইকবাল খানের মাধ্যমেই ব্রাজিলের প্রেমে পড়েন তামিম।
আরও পড়ুন: মারাত্মক ইনজুরিতে নেইমার, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা
তামিম বলেন, ‘ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলাম। সাধারণত আমাদের পরিবারের সবাই ব্রাজিলের সমর্থক। বাবার থেকে এটা পাওয়া।’
এবারই প্রথম সরাসরি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মাঠে বসে দেখার সুযোগ পেলেন তামিম। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ম্যাচ হওয়ায় তিনি সুযোগটা হাতছাড়া করতে চাননি।
এদিকে গ্রুপপর্বে নেইমার অবশ্য আরও দুটি ম্যাচ খেলবেন ২৮ নভেম্বর ও ২ ডিসেম্বর। তবে ডিসেম্বরে ভারত সিরিজ থাকায় কাতারে এসে খেলা দেখা সম্ভব হবে না তার জন্য। সে জন্য আগে লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে ম্যাচটিকেই বেছে নিয়েছেন তামিম।
আরও পড়ুন: কাতারে ব্রাজিলের ম্যাচ দেখতে গিয়ে যা জানালেন তামিম
এবারের কাতার বিশ্বকাপে ঘটে গেছে অনেক অঘটন। বিশ্বকাপে ফেবারিটের তকমা নিয়ে আসা আর্জেন্টিনা হেরেছে দুর্বল সৌদি আরবের বিপক্ষে। আর চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে নাস্তানাবুদ করেছে জাপান। বড় দুই দলের এমন হারের পর ব্রাজিলকে নিয়েও কিছুটা ভয়েই ছিল ব্রাজিলের সমর্থকরা। তবে সেই ভয়কে গায়ে জড়ায়নি ব্রাজিল। মাঠে ভালো পারফর্ম করেই কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে।
]]>